সারা বাংলাদেশ ছড়িয়েছে রোহিঙ্গা, খাগড়াছড়ি পানছড়িতে রোহিঙ্গা যুবক উদ্ধার

পানছড়িতে রোহিঙ্গা যুবক উদ্ধার
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা‘র ইসলামপুর এলাকা থেকে এক রোহিঙ্গা যুবককে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকাল ৩টার দিকে তাকে উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীর সূত্র মতে জানাযায়, ইসলামপুর বাজার এলাকায় এক যুবককে ঘুরাঘুরি করতে দেখে বাজারবাসী। এরপর তার পরিচয় জিজ্ঞাস করলে সে কোন কথা বলতে পারেনি। এ কথা পুলিশকে ঘটনাটি জানালে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এসময় পুলিশ তার পরিচয় জানতে চাইলে সে কথা বলেও না পারায় পুলিশ তাকে একটি খাতা ও কলম দিলে সে তার পরিচয় মায়ানমারের ভাষায় লিখে। উদ্ধারকৃত ব্যাক্তির শরীরে আঘাতের প্রমাণ পাওয়া গেছে। সে পায়ে আঘাত প্রাপ্ত হওয়ায় খুড়িয়ে খুড়িয়ে হাঁট ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পানছড়ি থানা অফিসার্স ইনচার্স মোঃ মিজানুর রহমান বলেন, আমরা উদ্ধারকৃত ব্যাক্তিকে টেকনাফের কুতিপালং শরনার্থী ক্যাম্পে পাঠিয়ে দেয়ার ব্যবস্থা নেয়া হচ্ছে।
Source http://pahareralo.com/?p=19339
 মজার মজার ভিডিও দেখতে নিচে লিংকের ক্লিপ করুণ https://www.youtube.com/channel/UCDUgcFp1WTEUfSzViR9tozA

Comments