কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ‘রোহিঙ্গারা সমস্যায় পড়লেই আমরা তাদের সাহায্য-সহযোগিতা করি। কিন্তু বার বার তাদের সাহায্য-সহযোগিতা করা কি সম্ভব?’
ঈদের ছুটি শেষে সোমবার প্রথম কার্যদিবসে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘রোহিঙ্গারা এখন বড় অসহায়। তারা নির্যাতিত-নিষ্পেষিত। শুধু বাংলাদেশ নয়, সারাবিশ্বের রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো উচিত।’মতিয়া চৌধুরী বলেন, ‘মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের আমরা সাধ্যমতো সাহায্য-সহযোগিতা করছি। কিন্তু কত সাহায্য করা যায়? আমাদের সম্পদেরও তো একটা হিসাব আছে।’
ঈদ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মতিয়া চৌধুরী বলেন, ‘ঈদ সবারই ভালো কেটেছে। কৃষকদের ঈদও ভালো কেটেছে। যেসব কৃষক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের বীজ ও চারা দিয়ে সহযোগিতা করা হচ্ছে।
মজার মজার ভিডিও দেখতে নিচে লিংকের ক্লিপ করুণ https://www.youtube.com/channel/UCDUgcFp1WTEUfSzViR9tozA
Comments
Post a Comment
Thanks for you comment