রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে যাচ্ছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা। আগামী শনিবার দুপুরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
বুধবার প্রধান বিচারপতির একান্ত সচিব আনিসুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করার অংশ হিসেবে রাষ্ট্রপতির আমন্ত্রণে এই সাক্ষাতে অংশ নেবেন প্রধান বিচারপতি।
এসময় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত থাকবেন বলে জানান প্রধান বিচারপতির একান্ত সচিব।
Comments
Post a Comment
Thanks for you comment