বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে জঙ্গল থেকে পাইথুই চাক (৪৭) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বাইশারী ইউনিয়নের চাক হেডম্যান পাড়ার ৯ নং ওয়াড়ের মৃত ঞোজাইহ্লা চাকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে খাওয়ার পরে গরু খোঁজতে বাইশারী চাক হেডম্যান পাড়ার পাশের জঙ্গলে যান তিনি। সন্ধ্যা পরও বাড়িতে না ফেরায় রাতেই এলাকাবাসীরা ওই জঙ্গলে তাকে খোঁজতে যান কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। রোববার সকাল ৭টার দিকে তার মৃতদেহ রাস্তার পাশে পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে তার মৃতদেহ উদ্ধার করে।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ আবু মুসা বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মৃতব্যক্তির মৃত্যুর কারণ অনুসন্ধান করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
মজার মজার ভিডিও দেখতে নিচে লিংকের ক্লিপ করুণ
https://www.youtube.com/channel/UCDUgcFp1WTEUfSzViR9tozA
Comments
Post a Comment
Thanks for you comment