বার্সোলোনা সমর্থকদের শঙ্কাটাই বোধ হয় সত্যি হতে চলেছে। শেষ পর্যন্ত নেইমারের পথ ধরছেন লিওনেল মেসিও! স্প্যানিশ গণমাধ্যম ‘অন্দা সেরো’ জানিয়েছে, বার্সাতে নতুন করে আর চুক্তি করছেন না আর্জেন্টাইন ফুটবল জাদুকর। ফলে আগামী গ্রীষ্মে ফ্রি ট্রান্সফারে যে কোন ক্লাব নিতে পারবে তাকে।
আগামী বছরের জানুয়ারিতেই বার্সোলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে মেসির। জানা গেছে, ইতোমধ্যেই তিনি তার ক্লাবকে নতুন করে চুক্তি না করার বিষয়টি জানিয়ে দিয়েছেন। বার্সার পক্ষ থেকে অবশ্য বারবারই বলা হয়েছে, মেসি চুক্তি নবায়ন করবেন। তবে কিছুতেই তাকে কাগজে সই করাতে পারছিলেন না তারা।
জল যে দিকে গড়াচ্ছে, শেষ পর্যন্ত মেসিও নেইমারের পথ ধরলে বার্সোলোনার তথা ফুটবল ইতিহাসেরই দলবদলের সবচেয়ে বড় খবর হবে সেটা!
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস
মজার মজার ভিডিও দেখতে নিচে লিংকের ক্লিপ করুণ
https://www.youtube.com/channel/UCDUgcFp1WTEUfSzViR9tozA
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস
Comments
Post a Comment
Thanks for you comment