রোহিঙ্গা সেজে তিনবেলা ফ্রি খাবার খাচ্ছে নোয়াখালী বাসী



মায়ানমারে রোহিঙ্গাদের উপর যখন নির্যাতন হচ্ছে তখন তাদের প্রতি হাত বাড়িয়ে দেয় বাংলাদেশ। এখন বাংলাদেশেই অবস্থান করছে রোহিঙ্গারা। এদের সংখ্যাটাও কম নয়। প্রায় ১০ লাখ। এই বিপুল জনগণের খাদ্যের জোগান দিতে হিমশিম খাচ্ছে কতৃপক্ষ। তাই দেশের প্রায় সর্বস্তরের লোক এদের সাহায্যে এগিয়ে এসেছেন।
গত ২২ সেপ্টেম্বর স্বেচ্ছাসেবকের একটি দল সেখানের সাহায্য পৌঁছে দিতে যায়। তাদের একজন লক্ষ্য করেন, রোহিঙ্গাদের মধ্যে কিছু কিছু নোয়াখাী আঞ্চলীক ভাষায় কথা বলছেন। তাদের  জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জানা যায় যে, তারা আসলেই নোয়াখালীর বাসিন্দা। তিনবেলা ফ্রী খাবারের লোভেই এখানে রোহিঙ্গা সেজে আছেন।

Source http://www.banglatopic.com/bn/1620.html
 মজার মজার ভিডিও দেখতে নিচে লিংকের ক্লিপ করুণ https://www.youtube.com/channel/UCDUgcFp1WTEUfSzViR9tozA

Comments