খাগড়াছড়ির মাটিরাংগাতে বৌদ্ধ ভিক্ষুর উপর হামলা

খাগড়াছড়ির মাটিরাংগাতে এক বৌদ্ধ ভিক্ষুর উপর হামলা করেছে সেটলার বাংগালিরা। জানা গেছে, আজ ৬ সেপ্টম্বর বিকাল ৪ টার কিছু পূর্ব খেদাছড়া আদর্শ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিনারক্ষী (৪৫) ভান্তে মাটিরাংগা থেকে তাঁর বিহারে যাওয়ার পথে হাতিয়া পাড়া স্থানে ২০/২৫ জন সেটলার সন্ত্রাসী হামলা করে। হামলায় ভান্তের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক আঘাত সৃষ্টি হয় এবং ভান্তের সাথে থাকা সাবেকসহ (ভান্তেদের খাবার খাওয়ার পাত্র) প্রয়োজনীয় জিনিস নষ্ট করে পালিয়ে যায়। বর্তমানে অজ্ঞান অবস্থায় ভান্তেকে মাটিরাংগা হাসপাতালে নেয়া হয়েছে বলে জানা গেছে। হামলাকারীদের গ্রেপ্তারের ব্যাপারে কিছু জানা যায়নি।
তথ্যঃ শিমু চাকমা।
মজার মজার ভিডিও দেখতে নিচে লিংকের ক্লিপ করুণ https://www.youtube.com/channel/UCDUgcFp1WTEUfSzViR9tozA

Comments