ছবিটি ইত্তেফাক সংবাদ হতে সংগ্রহকৃত
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি সাবেক মন্ত্রী আ স ম আবদুর বলেছেন, সরকার বিচার বিভাগকে নিজের স্বার্থে নিয়ন্ত্রণ করার অপচেষ্টা চালাচ্ছে। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে না পারলে রাষ্ট্র ও সংবিধানের মৌলিক কাঠামো ধ্বংস হয়ে যাবে। ফলে রাষ্ট্র ভারসাম্যহীন হয়ে পড়বে। এতে দেশ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বিপর্যস্থ হয়ে ভয়াবহ সংকটের মুখে পড়বে। বিচার বিভাগ নিয়ে সরকারের অপরাজনীতি জনগণ মেনে নেবে না। সরকারের উচিত রায় নিয়ে রাজনীতি না করা।
আজ সোমবার বিকালে উপজেলার রামগতির হাটে বড়খেরী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে বড়খেরী ও চরগাজী ইউনিয়ন জেএসডির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চর গাজী ইউনিয়ন জেএসডির আহ্বায়ক মীর গোলাম আজম ফারুকের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেএসডির সহ-সভাপতি বেগম তানিয়া রব, উপজেলা জেএসডির সভাপতি মো. গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু, কমলনগর উপজেলা জেএসডির সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব, সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন নিরবসহ রামগতি উপজেলা জেএসডি ও সহযোগী সংগঠনের নেতারা।
Comments
Post a Comment
Thanks for you comment