প্রশাসন এত কড়াকড়ি মধ্যেও রোহিঙ্গারা অপরাধ করে যাচ্ছে সামনে আরো বিপদ, নগরীতে ইয়াবা উদ্ধার, এক রোহিঙ্গাসহ আটক ৫


চট্টগ্রাম মহানগরীতে অভিযান চালিয়ে এক রোহিঙ্গাসহ ৫ ইয়াবা পাচারকারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতারকৃতরা হলো, রোহিঙ্গা নাগরিক রশিদ আহমেদ (২৫), ইয়াছমিন আক্তার (২১) নুরুল আলম (৩৩), জয়নাল হোসেন (৩০) ও মোহাম্মদ হানিফ (৩৫)।
আজ মঙ্গলবার ভোরে নগরীর ফিরিঙ্গি বাজার ও নিউ মার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৪২০০পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপ-পরিচালক শামীম আহমেদ বলেন, গ্রেফতারকৃতরা ইয়াবাগুলো টেককনাফ থেকে নিয়ে নগরীতে দু’টি দলে এসেছিল। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।
Source মজার মজার ভিডিও দেখতে নিচে লিংকের ক্লিপ করুণ https://www.youtube.com/channel/UCDUgcFp1WTEUfSzViR9tozA

Comments