রোহিঙ্গা ইস্যুতে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ালে কঠোর ব্যবস্থা ॥ বান্দরবানে জেলা প্রশাসন ও জেলা পুলিশের সংবাদ সম্মেলন
রোহিঙ্গা ইস্যুতে কেউ যাতে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াতে না পারে সেজন্যে কঠোর নজরদারি শুরু করেছে বান্দরবানের প্রশাসন। জেলার বৌদ্ধ ধর্মীয় স্থাপনাগুলোতে বাড়তি পুলিশ পাহারার পাশাপাাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা। এছাড়া ত্রাণ বিতরণে শৃঙ্খলা আনতেও নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। ১৯ সেপ্টেম্বর সকালে দু’টি পৃথক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছে জেলা প্রশাসন ও জেলা পুলিশ। বান্দরবানের কোথাও যাতে রোহিঙ্গারা স্থায়ীভাবে থেকে যেতে না পারে সেজন্যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বান্দরবানের বিভিন্ন এলাকায় চলে আসা রোহিঙ্গাদের দেখামাত্র কক্সবাজারের বালুখালী শরণার্থী ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান।
Source মজার মজার ভিডিও দেখতে নিচে লিংকের ক্লিপ করুণ https://www.youtube.com/channel/UCDUgcFp1WTEUfSzViR9tozA
Comments
Post a Comment
Thanks for you comment