কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে যাত্রীবাহী হায়েসে তল্লাশি চালিয়ে এক হাজার ইয়াবাসহ এক মিয়ানমারের নাগরিককে আটক করেছে হাইওয়ে পুলিশ।
শনিবার সকাল সাড়ে ১১ টায় মহাসড়কের খুটাখালী ইউনিয়নস্থ মেধাকচ্ছপিয়া পয়েন্টে অভিযান চালানো হলে এক হাজার ইয়াবা টেবলেটসহ তাকে আটক করা হয়। আটক রাজমিস্ত্রি মোঃ সিদ্দিক (৩২) মায়ানমারের আকিয়াফ শহরের আবুল কালামের পুত্র বলে জানা গেছে।
মালুমঘাট হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদ পেয়ে আইসি রুহুল আমিনের নেতৃত্বে দায়ীত্বরত কর্মকর্তা মোঃ মঈনুদ্দীনসহ একদল পুলিশ অভিযান পরিচালনা করেন। এ সময় (চট্ট মেট্রো চ-১১-৪১০৬) যাত্রীবাহী হায়েসে তল্লাশি চালিয়ে কক্সবাজার সমিতি পাড়া এলাকা থেকে নিয়ে আনা এক হাজার ইয়াবা ট্যাবলেট পলিথিনের পেকেটে টেপ মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়। মাদক পাচার অপরাধে ওই সময় উল্লেখিত ইয়াবা পাচারকারী রাজমিস্ত্রিকে আটক করেন।
এ ব্যাপারে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি রুহুল আমিন ঘটনার সত্যতা স্বীকার করেন এবং আটক ব্যক্তিকে চকরিয়া থানায় পাঠানো হয়েছে বলে জানান।
Comments
Post a Comment
Thanks for you comment