[চাইথোয়াইমং মারমা মং রৌদ্র,বান্দরবান জেলা প্রতিনিধি ] তিন পার্বত্য জেলার মধ্যে অন্যতম সংখ্যা গরিষ্ঠতা সব চেয়ে বেশি বসবাস মারমা বান্দরবান। মারমা (মগ) বুদ্ধাব্ধ প্রায় অাড়াই ব্ছর আগে ও মারমারা পূর্বে গৌতম বুদ্ধের অনুসারী বা বর্তমানে পালন করে এগিয়ে যাচ্ছে।প্রতিবছর মারমাদের পহেলা বৈসাক বাংলায় নবর্বষসহ বা সাংগ্রাই উৎসব এবং অন্যান্য বিভিন্ন নিজের ঐতিহ্যময় সংস্কৃতি অনুষ্ঠানের নিজের পোষাকের পরিহিত অবস্থা দলীয় নৃত্য একাংশ দৃশ্য।মারমাদের ও নিজের ঐতিহ্য সংস্কৃতি, নিজের মাতৃভাষা,নিজের সামাজিক প্রথা,সমাজ,অাচার অাচারণ,ধর্ম, পোষাকসহ অন্যান্য জাতির মত সব রয়েছে। অামরা মারমা(মগ) জাতি ও দেশের বিদেশে সবার কাছে সুনাম এর সাথে অর্জন, মাথা উপরেও পরিচিত লাভ পেতে চাই। অাসুন অামরা কোন কিছু বিভেদ হিংসা না করে একাবব্ধ ভাবে কাজ করে এগিয়ে যায়। জন্মেছি এই বাংলাদেশের মরতে হবে একদিন বাংলার মাতৃভূমিতে।অামরা ও এই দেশকে অনেক ভালবাসি,এবং মারমা ক্ষুদ্র সম্প্রদায় জাতির বাংলাদেশের নাগরিক।মারমা জাতির ঐতিহ্যগত সংস্কৃতি, সামাজিক প্রথা,মাতৃভাষাকে বজায় রেখে, ধরে রাখা। সামনে দিনের এগিয়ে, সবার সহযোগিতায় মধ্যে দিয়ে অামাদের নিজস্ব গান ও নিত্যসহ অনেক দূর পথ চলা,এবং একান্ত প্রত্যাশায় কামনা করছি।
মজার মজার ভিডিও দেখতে নিচে লিংকের ক্লিপ করুণ
https://www.youtube.com/channel/UCDUgcFp1WTEUfSzViR9tozA
Comments
Post a Comment
Thanks for you comment