রোহিঙ্গাদের চাপে পাহাড়ে ‘পাহাড়ি' বিলীন হওয়ার আশংকা

Bangladesch Sajek Valley (DW/M. Mamun)
বাংলাদেশে অবস্থানরত প্রায় দশ লাখ রোহিঙ্গারঅধিকাংশই থাকছেন পার্বত্য চট্টগ্রাম বা তার কাছাকাছি এলাকায়৷ এর ফলে এরইমধ্যে পাহাড়িদের সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বলেও জানিয়েছেন পাহাড়িরা৷
বাংলাদেশের মাটিতে পাহাড়ি জনপদের সংকট নতুন নয়৷ গত কয়েক দশকে নিরবচ্ছিন্ন শান্তির মুখ তাঁরা কখনোই দেখেননি৷ ১৯৯৭ সালে শান্তি চুক্তি স্বাক্ষরিত হলেও তা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি৷এরই মাঝে মিয়ানমার থেকে লাখে লাখে রোহিঙ্গাদের আগমনে জেগেছে নতুন শঙ্কা৷
অডিও শুনুন01:26

‘আমাদের সংখ্যা ৫ লাখের নীচে আর দেশের সীমানায় ঢুকে পড়েছে দশ লাখ রোহিঙ্গা’

রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর মানবিক দায়িত্ব নিয়ে সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রশংসা কুড়িয়েছে৷ কিন্তু পার্বত্য এলাকায় পাহাড়ি জনগোষ্ঠীর বিষয়টি সরকার খুব গুরুত্ব দিচ্ছে কিনা এ নিয়ে সংশয়ের কথা শোনা যাচ্ছে পার্বত্য অঞ্চলে৷ 
এ কারণে যে পাহাড়িদের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা বাড়ছে তা বোঝা গেল বান্দরবানের নাইক্ষ্যংছড়ির আদি বাসিন্দা উবাসিং মারমার কথায়৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘পার্বত্য তিন জেলা মিলে আমাদের সংখ্যা ৫ লাখের নীচে৷ সেখানে দেশের সীমানাতে ঢুকে পড়েছে দশ লাখ রোহিঙ্গা৷ আমাদের তো অস্তিত্বই থাকবে না৷ রোহিঙ্গাদের কারণে তো এলাকায় এখন দু'দিন পর পর নানা সহিংসতা হবে৷''
কক্সবাজার সদরের ঠিকাদার ব্যবসায়ী ক্যানুওয়েন চাক-ও সেই আশঙ্কা অস্বীকার করতে পারছেন না৷ খানিকটা সাবধানী অবস্থান থেকেই ডয়চে ভেলেকে তিনি বললেন, ‘‘এখনও কোনো ঝামেলা হয়নি ঠিক৷ কিন্তু অদূর ভবিষ্যতের কথা কে জানে৷''
অডিও শুনুন00:19

‘এখনও কোনো ঝামেলা হয়নি কিন্তু অদূর ভবিষ্যতের কথা কে জানে’

এমন আশঙ্কার পক্ষে তাঁর পরিষ্কার যুক্তি, ‘‘লোকালদের জন্য আমরা এমনিতেই নানা ঝামেলায় থাকি, সেখানে আবার নতুন মানুষ যোগ হয়েছে৷''
এই ‘নতুন মানুষ' যোগ হওয়ার আগে থেকেই পাহাড়ের মানুষদের সঙ্গী শত বিড়ম্বনা৷ পাহাড়িদের বড় একটা অংশ মনে করছে, রোহিঙ্গাদের আগমন দীর্ঘদিন ধরে চলে আসা সঙ্কটে যোগ করেছে আরো নতুন মাত্রা৷ অতীতে জমি হারাতে হয়েছে পাহাড়িদের৷ চলেছে সামরিক-বেসামরিক নানা পক্ষের নির্যাতন৷ রোহিঙ্গা সঙ্কট সেই ইতিহাসকেই যেন ফিরিয়ে আনছে পাহাড়িদের মনে৷
বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি– এই তিন জেলা নিয়ে পার্বত্য চট্টগ্রাম৷ সর্বশেষ ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় আদিবাসী আগের তুলনায় বেড়েছে ২ লাখ ৫২ হাজার ৫৬৪ জন৷ ২০০১ সালে তিন পার্বত্য জেলায় আদিবাসী ছিল ৫ লাখ ৯২ হাজার ৯৭৭ জন৷ ২০১১ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ৪৫ হাজার ৫৪১ জনে৷ তবে এই বৃদ্ধির কারণ, অন্যান্য এলাকা থেকে আদিবাসীদের এ এলাকায় নিয়ে আসা৷ কিন্তু সাম্প্রতিক এই উদ্যোগ বাদ দিলে বিভিন্ন সময়ে নানা কারণে পাহাড়ে আদিবাসীর সংখ্যা ক্রমাগতই কমেছে৷
বর্তমানে পার্বত্য চট্টগ্রামে আছে ১১টি জনগোষ্ঠীর মানুষ৷ তাদের মধ্যে অহমিয়া, খিয়াং, খুমী, গুর্খা, চাকমা, তঞ্চঙ্গ্যা, রাখাইন, ত্রিপুরাসহ আরও বেশ কিছু জনগোষ্ঠীর বসবাস আছে এসব এলাকায়৷ সরকারি হিসেবে বাংলাদেশের মোট জনসংখ্যার ১ দশমিক ২ শতাংশ মানুষ ২৭টি আদিবাসী গোষ্ঠীর৷
স্বাধীনতার পর থেকে বাংলাদেশে অন্ততপক্ষে দশটি নৃ-গোষ্ঠী হারিয়ে গেছে, বিলুপ্ত হয়েছে তাদের ভাষা, সংস্কৃতি ও ইতিহাস৷ ১৯৪৭ সালে যে পার্বত্য চট্টগ্রামে আদিবাসী জনসংখ্যা ছিল শতকরা ৯৭ ভাগ, ১৯৬১ সালে তা কমে ৮৫ ভাগে দাঁড়ায়৷ ১৯৯৭-এ শান্তিচুক্তি স্বাক্ষরের সময় পার্বত্য চট্টগ্রামে আদিবাসী ছিল শতকরা ৫২ ভাগ৷
১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রামের সংক্ষুব্ধ আদিবাসীদের সঙ্গে তৎকালীন আওয়ামী লীগ সরকার শান্তিচুক্তি স্বাক্ষর করার পর বিদ্রোহের অবসান হয় এবং আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়৷ তবে এরপরও এ অঞ্চলের পাহাড়ি সম্প্রদায়ের উপর হামলা, নির্যাতন ও অগ্নিসংযোগের ঘটনা অনেকবার ঘটেছে৷ 
অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারকাত তাঁর এক গবেষণায় বলেছেন, ২৭ বছর আগে পার্বত্য চট্টগ্রামে আদিবাসী মানুষ ছিল ৭৫ শতাংশ৷ আর এখন তা ৪৭ শতাংশ৷
অর্থাৎ, পার্বত্য শান্তি চুক্তির পরও শতকরা ১০ ভাগ কমেছে৷ অন্যদিকে ঐ অঞ্চলে বাঙালিদের সংখ্যা ক্রমাগত বাড়ছে৷
গত আগস্ট থেকে প্রায় ছয় লাখের মতো রোহিঙ্গা মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করেছে৷ এর আগেও বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে পার্বত্য এলাকায় ঢুকেছে রোহিঙ্গারা৷ আগে আসা রোহিঙ্গাদের কেউ কেউ এরইমধ্যে স্থানীয়দের সহায়তায়, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ভোটার হয়েছে৷
অডিও শুনুন03:45

‘পাহাড়িদের সামাজিক, সাংস্কৃতিক নিরাপত্তার কথা কেউ ভাবছে না’

আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং এ প্রসঙ্গে অনুযোগের সুরেই ডয়চে ভেলেকে বলেন, ‘‘নাইক্ষ্যংছড়িতে এরইমধ্যে এক রোহিঙ্গা  জনপ্রতিনিধিও নির্বাচিত হয়েছেন৷ তাঁর কাছে তো এমনিতেই আমাদের কেউ কোনো সমস্যার সমাধান পায় না৷ আর এই দশ লাখ যদি যোগ হয়, তাহলে যে কী হবে কে জানে৷ তাছাড়া পাহাড়ের অন্যান্য জায়গাতেও স্থানীয় জনপ্রতিনিধি থাকায় দিন দিন আমাদের বলার জায়গা কমছে৷ এসব কেউ দেখে না৷'' 
তিনি হতাশা জানিয়ে বলেন, ‘‘রোহিঙ্গাদের আশ্রয় দিতে বাংলাদেশে কোনো জায়গা নেই, ঘুরেফিরে পাহাড়েই জায়গা দেয়া হয় সবাইকে৷ বিভিন্ন সময় পাহাড়ে আদিবাসী পুনর্বাসন করা হলেও তারা আসলে সেখানে সংখ্যালঘু৷ তাদের বেশিরভাগই বৌদ্ধ ধর্মের অনুসারী৷ মিয়ানমারে বৌদ্ধরা মুসলমান হত্যা করছে বলে এ দেশের বৌদ্ধদের অনেকেই নানান হুমকিতে পড়ছেন৷ অথচ রোহিঙ্গাদের সাহায্য করতে নিজেদের ফাণ্ড থেকে অনেকেই অর্থ সহায়তাও দিচ্ছেন৷'' 
আদিবাসী নেতা সঞ্জীব দ্রং আরো বলেন, ‘‘পাহাড়িদের সামাজিক, সাংস্কৃতিক নিরাপত্তার কথা কেউ ভাবছে না৷ পাহাড়িরা তো অবর্ণণীয় অবস্থায় পড়তে যাচ্ছে৷ ক্রমশ তাদের অস্তিত্ব কঠিন অনিশ্চয়তায় পৌঁছাবে৷ এমনকি পার্বত্য চট্টগ্রাম থেকে পাহাড়িরা একেবারে  বিলীন হয়ে যাওয়ার আশংকাও তারা করছেন৷একজন পাহাড়ি হিসেবে আমি গভীরভাবে উদ্বিগ্ন৷''
নিরাপত্তা প্রশ্নে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান তসলিম ইকবাল অবশ্য ডয়চে ভেলেকে বলেছেন, ‘‘আমাদের উপজেলার তিনটি ইউনিয়নে এখন পর্যন্ত ১০ হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে৷ আর এ এলাকায় ১১টি জাতির আদিবাসির বসবাস৷ রামুর ঘটনার পর থেকে এমনিতেই তাদের নিরাপত্তা দিতে নানা ব্যবস্থা ছিল আমাদের৷ এখন তা আরও জোরদার করা হয়েছে৷ পুলিশ, বিজিবি সবাই কাজ করছে৷ আমরা মিলেমিশে থাকতে চাই৷'' তবে তিনিও স্বীকার করেছেন, ‘‘কোথায় যেন এক ধরনের শঙ্কা আছে৷''
অডিও শুনুন00:57

‘কোথায় যেন এক ধরনের শঙ্কা আছে'

তিনি আরও বলেন, ‘‘মিয়ানমারের রাখাইনে সহিংসতা হয়েছে৷ আমাদের এই এলাকাতেও কিন্তু রাখাইন আছে৷ ফলে কেউ কেউ নানা প্রোপাগান্ডায় কান দিয়ে মনে করছে, সেদেশে রাখাইনরা সহিংসতা করে এসেছে, তাই এদেশের রাখাইনদেরও নিধন করতে হবে৷''
নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে উবাসিং মারমা ডয়চে ভেলেকে জানালেন, নিরাপত্তার জন্য তাঁরা সারা রাত নিজেদের এলাকা পাহাড়া দিচ্ছেন৷ তিনি বলেন,‘‘আমাদের গ্রামে যে কয়েকটা বাড়ি আছে, আমরা সেগুলো পালাক্রমে রাতে পাহাড়া দিই৷ পুলিশও থাকে আমাদের সাথে৷ তবে আমরা নিজেরা অনেক সজাগ থাকি৷''  
তবে লেখক, গবেষক শাহরিয়ার কবির মনে করেন, ছোট্ট এক জনপদে এত বিপুল সংখ্যক মানুষের আগমন পাহাড়িদের জন্য নিঃসন্দেহে শঙ্কার আবহ তৈরি করেছে৷ তাঁর মতে, ‘‘তারা খুবই বিপদের মধ্যে আছে, পাহাড়িরা তো নিশ্চিহ্ন হতে বসেছে৷''
‘‘রোহিঙ্গাদের সহায়তা করতে হবে এটা একটা বাস্তবতা, তাই বলে নিজ দেশের মানুষের জীবন তো বিপন্ন করা যাবে না৷ এরা বেশি দিন থাকলে জামায়াতে ইসলামী, জঙ্গি, মৌলবাদীরা এদের নানাভাবে সন্ত্রাসী কাজে উদ্বুদ্ধ করবে৷ ইতিমধ্যে করছেও৷ আঞ্চলিক নিরাপত্তা ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে তারা,'' যোগ করেন তিনি৷
অডিও শুনুন03:04

‘তারা খুবই বিপদের মধ্যে আছে, পাহাড়িরা তো নিশ্চিহ্ন হতে বসেছে'

শাহরিয়ার কবির ডয়চে ভেলেকে আরো বলেন, ‘‘দেশের বিশিষ্ট ৪৮ নাগরিক নিয়ে আমরা একটি ‘নাগরিক কমিশন' গঠন করেছি৷ এই কমিশন পরিস্থিতি পর্যবেক্ষণ ও এলাকা পরিদশর্ন করে আগামী তিন থেকে চার মাসের মধ্যে তিন হাজার পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করবে৷ এই কমিশনের প্রধান দাবিই হলো, পাহাড়ের কোথাও রোহিঙ্গা সেটেলমেন্ট করা যাবে না৷ এর বহুমুখী প্রতিক্রিয়া আছে৷ এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে পাহাড়িরা৷ কোনোভাবেই  তা হতে দেয়া উচিত হবে না৷ বাংলাদেশ সরকারকে অবশ্যই এই বিষয়টি দেখতে হবে৷''
তাঁর মতে, ‘‘আফগান যুদ্ধের পর যেভাবে করা হয়েছিল, এই রোহিঙ্গাদেরও একইভাবে ইউরোপের বিভিন্ন দেশকে ভাগ করে নিতে হবে৷ কারণ, বাংলাদেশ এমনিতেই জনবহুল দেশ৷ এত মানুষের জায়গা দিতে গিয়ে এই দেশের সমস্যা দীর্ঘস্খায়ী করার কোনো মানে হয় না৷''
Source http://m.dw.com/bn/
 অনলাইনে টাকা ইনকাম করতে চাইলে নিচে লিং এর সাইট থেকে রেজিস্ট্রেশ করে ইনকাম করুন https://www.bestchange.com/?p=367744 মজার মজার ভিডিও দেখতে নিচে লিংকের ক্লিপ করুণ https://www.youtube.com/channel/UCDUgcFp1WTEUfSzViR9tozA

Comments