এক সঙ্গে গাভী তিনটি বাচ্চা দেবে এটা সচরাচর হয় না। তবে এটি অস্বাভাবিক ঘটনা নয়। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সুন্দ্রাহবী গ্রামের কৃষক আব্দুর রহমানের দেশি গাভী এক সঙ্গে তিনটি বাছুর জন্ম দিয়েছে।
সোমবার (১৬ অক্টোবর) সকালে এক সঙ্গে তিনটি বাছুর জন্ম দেয় ওই গাভী, যা সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। বাছুরগুলো দেখতে আশপাশের মানুষ আব্দুর রহমানের বাড়িতে সকাল থেকেই ভিড় জমাচ্ছেন।
এদিকে এক সাথে তিন বাছুর পেয়ে রহমান তার আনন্দের কতা জানিয়েছেন।
তিনি জানান, একসাথে তিনটি বাছুর হওয়ায় আমি খুব খুশি। আগে বুঝতে পারিনি তিনটি বাছুর হবে। জন্মের পর বাছুর তিনটি সুস্থ ও স্বাভাবিক রয়েছে। তবে গাভীটি সামান্য দুর্বল হয়ে পড়েছে। তাই গাভী ও বাছুরগুলোর সেবায় ব্যস্ত সময় পার করছি।
কালীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডা. নুরুল ইসলাম জানান, গাভীর একটির বদলে তিনটি ডিম্বাণু উর্বর হওয়ায় এ ঘটনা ঘটেছে। এটি জেনেটিক্যাল বিষয়।
Source
মজার মজার ভিডিও দেখতে নিচে লিংকের ক্লিপ করুণ
https://www.youtube.com/channel/UCDUgcFp1WTEUfSzViR9tozA
Comments
Post a Comment
Thanks for you comment