ঢাকা,চট্টগ্রামে কর্মজীবি পাহাড়ি নারীদের অপকর্মের দৌরাত্ব্য বেড়ে চলেছে,যা হ্রাস করার উদ্যোগ কারোর নেই।বাবা,মার অবাধ্য দুলালিরা(মেয়েরা) চাকুরী,পাড়াশুনা নাম করে শহরের অলি গলিতে সেচ্ছায় বাসা ভাড়া করে অপকর্মে লিপ্ত হচ্ছে,তাদের পেছনে তদারকি তত্বাবধান করার বাবা,মা,র যেমনি উদ্যোগ নেই,নেই সমাজের সুশীল যুব সমাজের।যুব সমাজ এখন পঙ্গু.হতাশ কিংকর্তব্যবিমূঢ়!তাদের অর্পিত দায়িত্ব পালন না করে তারাই সে ফাঁদে পা দিচ্ছেন।দিন দিন খারাপ পথে ধাবিত হচ্ছে পাহাড়ি সমাজ ব্যবস্থা।যারা উদ্যোক্তা তারা আনন্দ লহড়িতে ভেসে যাচ্ছে অতল গহব্বরে।ছোট জাতি হিসেবে হাতে গুনা নারীদের ধরে রাখা সম্ভব হচ্ছেনা?তাহলে বড় হলে কি আশা?যেমন দেখুন এই জাতি বোনদের এরা নাকি চট্টগ্রামে অক্সিজেন এলাকায় থাকে........তাদের চিনে থাকলে দ্রুত ব্যবস্থা নিন।
Comments
Post a Comment
Thanks for you comment