কক্সবাজার চৌফলদন্ডীতে বৌদ্ধ বিহারে রোহিঙ্গা হামলা

০৭/১০/২০১৭ইং তারিখ রোজ শনিবার রাত আনুমানিক ১২.০০ ঘটিকার সময় কক্সবাজার সদর উপজেলা ০৬নং চৌফলদন্ডী ইউনিয়নের ০১নং ওয়ার্ডে মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহার ধর্মীয় সীমা ঘরে অস্থায়ী বসবাসকারী রোহিঙ্গা বৌদ্ধ মূর্তি মুখে আগুন দেয়। আগুন দেয়ার সাথে সাথে স্থানীয় এক রাখাইন যুবক তাকে দেখে ফেলে। তখনই ঐ যুবকের সাথে মারামারি হয়। ফলে সে হামলাকারী পালিয়ে যায়। আজ রবিবার সকাল ১১.০০ ঘটিকায় পুলিশ পরিদর্শনে আসেন এবং দায়িত্বরত পুলিশ বৌদ্ধ মূর্তিকে ধুইয়ে দিতে বলেন। তখন উক্ত বিহারে বিহারাধ্যক্ষ ও পাড়াবাসীরা পরিষ্কার করা হয়। পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন ০১ নং ওয়ার্ডে মেম্বার শ্রী উসাচিং রাখাইন। পুলিশ বলা হয়েছে তদন্ত করে দেখা হবে। বর্তমানে কক্সবাজার জেলায় রাখাইনরা আতঙ্কে দিন কাটছে। তাই আমরা বৌদ্ধ ধর্মাবলম্বীরা সে হামলাকারী ও ইন্ধনদাতাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে যথাযথা শাস্তি প্রদানের নিন্দা জানাচ্ছি।
পরিশেষে একটা কথা বলতে চাই,
আমরা বৌদ্ধ সম্প্রদায় নিরাপত্তা চাই, যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হন তাহলে বৌদ্ধ সম্প্রদায়কে জানান। সবাই শেয়ার করে জানিয়ে দিন। আপনার এক শেয়ারের মাধ্যমে সকল বৌদ্ধ সম্প্রদায় সজাগ থাকবে। কারণ বাহিরে আগুন ঘরে লাগানো চেষ্টা চলছে।

LikeShow more reactions
Comment
Source মজার মজার ভিডিও দেখতে নিচে লিংকের ক্লিপ করুণ https://www.youtube.com/channel/UCDUgcFp1WTEUfSzViR9tozA

Comments