দৃষ্টি প্রতিবন্ধী মেধাবী তরুণ লালহিম বমকে ইংরেজি প্রশিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা। বান্দরবানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্যে বিনামূল্যে ইংলিশ ল্যাংগুয়েজ কোর্স চালুরও নির্দেশ দিয়েছেন তিনি। সপ্তাহের বৃহষ্পতি ও শুক্রবার জেলা পরিষদ অফিসের একটি কক্ষে আগ্রহী শিক্ষার্থীদের ইংরেজি ভাষা বিষয়ে প্রশিক্ষণ দেবেন লালহিম। এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করার জন্যে পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুল আবছারকে নির্দেশ দেওয়া হয়েছে।
১৫ অক্টোবর রবিবার দুপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে চেয়ারম্যানের সাথে দেখা করতে যান নীডি পিপলস ডেভেলপমেন্ট সোসাইটি (এনপিডিএস)-এর নির্বাহী পরিচালক লালহিম বম। জেলার দৃষ্টি প্রতিবন্ধীদের বিভিন্ন সমস্যার কথা ব্যক্তিগতভাবে চেয়ারম্যানকে জানানোর সময় প্রতিবন্ধীবান্ধব কম্পিউটার এবং নানা প্রশিক্ষণ উপকরণ দেবার প্রতিশ্রুতি দেন তিনি। এ সময় লালহিমের ইংরেজি দক্ষতা কাজে লাগিয়ে স্থানীয় তরুণ-তরুণীদের দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে তাঁকে প্রশিক্ষক হিসেবে নিয়োগ দেবার মৌখিক নির্দেশ দেন চেয়ারম্যান ক্য শৈ হ্লা।
লালহিম বম বান্দরবান সদরের মধ্যম পাড়ার বাসিন্দা। তিনি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য টি.এস.বম-এর বড় ছেলে। দৃষ্টি প্রতিবন্ধকতার কারণে স্বাভাবিক কাজকর্ম করতে পারেননা তিনি। তবে ইংরেজি ভাষার দক্ষতা থাকায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উদ্যোগে প্রশিক্ষক হিসেবে কাজ করেন। চাকরি পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, জেলা পরিষদ চেয়ারম্যান প্রতিবন্ধীদের ব্যাপারে অত্যন্ত আন্তরিক। ল্যাংগুয়েজ কোর্স চালু হলে তিনি তাঁর সর্বোচ্চ মেধা দিয়ে স্থানীয় তরুণ-তরুণীদের দক্ষ করে তোলার ব্যাপারে কাজ করবেন।
এ সময় জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক মিল্টন মুহুরী, বান্দরবান শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক সফিকুল ইসলাম, সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের রিসোর্স শিক্ষক সত্যজিৎ মজুমদার, বান্দরবান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদুল আলম সুমন এবং এটিএন বাংলার প্রতিনিধি মিনারুল হক উপস্থিত ছিলেন।
Source
মজার মজার ভিডিও দেখতে নিচে লিংকের ক্লিপ করুণ
https://www.youtube.com/channel/UCDUgcFp1WTEUfSzViR9tozA
Comments
Post a Comment
Thanks for you comment