রামগড়ে এক পাহাড়ির নির্মাণাধীন বাড়ি ভেঙে দিয়েছে বিজিবি সদস্যরা

রামগড় প্রতিনিধি ।। খাগড়াছড়ির রামগড় উপজেলার ১নং রামগড় ইউনিয়নের গরুকাটা নামক এলাকায় মৃত এরনচন্দ্র চাকমার ছেলে রবি চাকমা(৪৫)-এর নির্মাণাধীন একটি বাড়ি খাগড়াবিল ক্যাম্পের বিজিবি সদস্যরা ভেঙে দিয়েছে বলে খবর পাওয়া গেছে।
জানা যায়, আজ সোমবার (২৩ অক্টোবর ২০১৭) সকাল ১১টার দিকে বিজিবি’র খাগড়াবিল ক্যাম্পের কমান্ডার(সুবেদার) ফাইজুল এর নেতৃত্বে ১৯ জনের একদল বিজিবি সদস্য গরুকাটা এলাকায় গিয়ে রবি চাকমার নির্মাণাধীন বাড়িটি কোন কারণ ছাড়াই সম্পূর্ণ ভেঙে চুরমার করে দেয়। দীর্ঘ ৩ ঘন্টা সেখানে অবস্থান করার পর বিকাল ২টায় বিজিবি’র সদস্যরা সেখান থেকে ক্যাম্পে ফিরে যায়।
Source অনলাইনে টাকা ইনকাম করতে চাইলে নিচে লিং এর সাইট থেকে রেজিস্ট্রেশ করে ইনকাম করুন https://www.bestchange.com/?p=367744 মজার মজার ভিডিও দেখতে নিচে লিংকের ক্লিপ করুণ https://www.youtube.com/channel/UCDUgcFp1WTEUfSzViR9tozA

Comments