অধিকতর যোগ্যতার ভিত্তিতে ২০১৬ বিধিতে রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া কলেজ জাতীয়করণতালিকাভুক্ত করা হয়। পরবর্তীতে কোন কারণ দর্শানো ব্যতিরেকে তা বাতিল করে রাজস্থলী কলেজ জাতীয়করণেরতালিকায় আনা হয়।
বাঙ্গালহালিয়া কলেজ জাতীয়করণ বাতিলের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে বাঙ্গালহালিয়া কলেজের প্রতিষ্ঠাতা সদস্যরাঙ্গুনিয়া উপজেলার পদুয়া হারুয়ালছড়ি গ্রামের মো. রফিক মিয়ার রিট আবেদনের নং ৭৯৬০/২০১৭ ভিত্তিতেরাজস্থলী কলেজের সরকারিকরণ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ দেয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ।বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি জহিরুল হক সমম্বয়ে গঠিত যৌথ বেঞ্চ গত ২৩ অক্টোবর পরবর্তী৬ মাসের জন্য এই আদেশ প্রদান করেন।
রিট আবেদনকারী মো. রফিক মিয়া বলেন, আবেদনে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ ৯ জনকে বিবাদী করা হয়েছে।ব্যারিস্টার আব্দুল মতিন খসরু, ব্যারিস্টার কিবরিয়া, ব্যারিস্টার আরিফ ও ব্যারিস্টার তাপসনুর আবেদনের পক্ষেশুনানি করেন। আইনজীবীদের উদ্বৃতি দিয়ে তিনি বলেন, হাই কোর্টের এই আদেশে বাঙ্গালহালিয়া কলেজেরজাতীয়করণে আর কোন বাধা থাকবে না।
Source অনলাইনে টাকা ইনকাম করতে চাইলে নিচে লিং এর সাইট থেকে রেজিস্ট্রেশ করে ইনকাম করুন https://www.bestchange.com/?p=367744 মজার মজার ভিডিও দেখতে নিচে লিংকের ক্লিপ করুণ https://www.youtube.com/channel/UCDUgcFp1WTEUfSzViR9tozA
Comments
Post a Comment
Thanks for you comment