ডাক্তারকে মা জানালেন খাদ্যা অভাবে সন্তানকে কাগজ খাওয়াচ্ছে

খাদ্যাভাবে সন্তানকে কাগজ খাওয়াচ্ছে মা !
ছোট্ট শরীরটার মধ্যে ফুলে থাকা পেটটাই চোখে পড়ার মতো। খুদে শরীরটা নেতিয়ে পড়েছে মায়ের কোলে। শীর্ণকায় মা তাকে নিয়ে এসেছিলেন আব্দুল হামিদের ডাক্তারখানায়। আসাদ বাহিনীর নিয়ন্ত্রণাধীন ঘৌটায় এখন এই ছোট ছোট ডাক্তারখানাগুলোই ভরসা।
ডাক্তার ছেলেটিকে পরীক্ষা করার আগেই শরীর খারাপের রহস্য ফাঁস করলেন মা। যা শুনে থ হয়ে গেলেন হামিদ। ক্ষুধার জ্বালায় আগের দিন রাতে খুব কাঁদছিল চারটি বাচ্চা। এ দিকে ঘরে একটা দানা-পানি নেই।
বাধ্য হয়ে একটা সংবাদপত্রের পাতা ছিঁড়ে পানিতে ভিজিয়ে বাচ্চাদের খাইয়েছেন মা। বাকি তিনটাও অসুস্থ, কিন্তু ছোটটার অবস্থা সবচেয়ে খারাপ, তাই বাধ্য হয়ে ডাক্তারের কাছে এনেছেন মা। কোন পরিস্থিতিতে পড়লে মা বাচ্চাকে কাগজ খাওয়াতে বাধ্য হন, তা বুঝতে গেলে সিরিয়ার যুদ্ধদীর্ণ এলাকাগুলো একটু ঘুরে দেখতে হবে।
কোথাও মা সন্তানকে কাগজ খাওয়াতে বাধ্য হচ্ছেন, কোথাও সন্তান মাটি থেকে খুঁটে খুঁটে খাচ্ছে আবর্জনা। সবটাই পেটের দায়ে। চিকিৎসক আব্দুল হামিদের কথায়, ‘ভাবতেও পারবেন না, কী ভয়াবহ অবস্থার মধ্যে দিন কাটাচ্ছি। প্রতিদিনই এ ধরনের ঘটনা ঘটছে।
এক সময় দামাস্কাসই ছিল সিরিয়ার খাদ্যভাণ্ডার। সেই দামাস্কাসের সীমান্তঘেঁষেই প্রায় চার লাখ মানুষের বাস। ছয় বছরের টানা যুদ্ধের পর ‘খাদ্যভাণ্ডার’ এখন ধ্বংসস্তূপ। এই চার লাখ মানুষের দুই বেলা দুই মুঠো খাবার জোটে না। ২০১৩ সালে সারিন গ্যাস হামলার শিকার হয়েছিল ঘৌটা। সেই ঘটনার সূত্র ধরেই যুদ্ধে মাথা গলিয়েছিল আমেরিকা।
সেই থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়া তো দূরের কথা, ক্রমেই জটিল হয়েছে। একের পর এক নিষেধাজ্ঞার ফাঁসে আটকে পড়েছে অত্যাবশ্যকীয় জিনিসের জোগান। সামনে শীত আসছে, অথচ মাথা গোঁজারই ঠাঁই নেই অসংখ্য মানুষের। হাড় কাঁপানো শীতের হাত থেকে তাঁরা কী ভাবে বাঁচবেন, জানেন না। এদিকে বিমানহামলারও বিরাম নেই।
চলতি সপ্তাহেই ১৮১টি বিমানহামলা হয়েছে ঘৌটায়। রাজনৈতিকভাবেও এই অঞ্চলটার বিশেষ গুরুত্ব রয়েছে, আর তাই যুদ্ধের আঁচও লেগেছে সবচেয়ে বেশি। গত এপ্রিলে নিষেধাজ্ঞা আরও কঠোর করেছে আসাদ বাহিনী, আর তাতেই পোয়াবারো চোরাকারবারিদের আকাশছোঁয়া দামে খাবার ও নিত্য প্রয়োজনীয় পণ্য বেচছে তারা।
যাদের কেনার সার্মথ্য নেই, তাদের ঘরের শিশুরা ভুগছে অপুষ্টিতে। হামিদের মতো চিকিৎসকদের শঙ্কা, পরিস্থিতি যেখানে পৌঁছেছে, তাতে কলেরার মহামারী দেখা আশ্চর্যের নয়। ঘৌটায় শান্তি ফেরাতে রাশিয়া, তুরস্ক, ইরানের অনাক্রম্যতা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, কিন্তু কেউই নিজেদের জায়গা ছাড়তে রাজি নয়। ফলে আসাদ-বাহিনী ও তার বিরুদ্ধ বাহিনীর মোকাবিলা চলছেই।
স্বেচ্ছাসেবী সংস্থাগুলি যতই মানবাধিকার লঙ্ঘনের ধুয়া তুলে গলা ফাটাক, পরিস্থিতি কিছুই বদলাচ্ছে না। শান্তি আলোচনা বার বার ধাক্কা খাচ্ছে, আর তাতে প্রাণ যাচ্ছে উলুখাগড়াদের। আসাদ বাহিনী ও বিদ্রোহীদের সংঘর্ষে ত্রাণ আসাও বন্ধ হয়ে গিয়েছে।
ডায়াবেটিস, রক্তচাপের ওষুধও অমিল। বাচ্চাদের টিকাকরণও বন্ধ রয়েছে। এক কথায় নেই-রাজ্যে দিন কাটছে মানুষগুলোর।এর মধ্যেই যক্ষা, হেপাটাইটিস, ব্রঙ্কাইটিসের মতো রোগ মাথাচাড়া দিচ্ছে। অপুষ্টিতে ব্যাহত হচ্ছে বাচ্চাদের বৃদ্ধি। জলের জন্য ভরসা গ্রামের কুয়া বা হাতপাম্প। সে জলেও বাড়ছে রোগের প্রকোপ।
রেড ক্রসের এক মুখপাত্রের কথায়, ‘আমরা এক কনভয়ে ভরে যতই খাবার নিয়ে যাই, তা ওখানের মানুষের জন্য যথেষ্ট নয়। ঘৌটার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার জেইদ রাদ আল হুসেনও।
সিরিয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি এলিজাবেথ হফের কথায়, আমরা এখন এমন একটা জায়গায় পৌঁছেছি, বাচ্চাদের সুস্থভাবে বেঁচে থাকাটাই একটা বড় চ্যালেঞ্জ। ঠিকমতো চিকিৎসার ব্যবস্থা না করলে এখানে পরবর্তী প্রজন্ম বলে কিছু থাকবে না কি সন্দেহ।
Source মজার মজার ভিডিও দেখতে নিচে লিংকের ক্লিপ করুণ https://www.youtube.com/channel/UCDUgcFp1WTEUfSzViR9tozA

Comments