একটি জরুরি বিজ্ঞপ্তি................

Ratan Chakma added 2 new photos.
এই লোকটিকে গতকাল অজ্ঞাত অবস্থায় নোয়াখালী সদর হাসপাতালে পুলিশ নিয়ে এসে ভর্তি করে দিয়ে যায়। জরুরি প্রয়োজনে তাকে জীবন বাঁচাতে Tracheotomy করা হয়। আজ রাতে আমি তার পরিচয় নেয়ার চেষ্টা করি সম্ভাব্য তার নাম: চিকু মারমা,
পিতা: সুচিং মারমা
গ্রাম: উজানীপাড়া
থানা : সদর
জেলা: পার্বত্য বান্দরবান জিলা
উক্ত ব্যক্তিটির অবস্থা খুবই মুমূর্ষু। বি পজেটিভ রক্তের প্রয়োজন। জরুরি ভিত্তিতে তাকে উন্নত চিকিৎসা দিতে হবে। এমতাবস্থায় তার সাথে কেউ নেই। তাই কোন ব্যক্তি তাকে বা তার পরিবারকে চিনেন, নতুবা তার পরিবারের কেউ যদি আমার এই নোটিসটি পেয়ে থাকেন তাহলে অতি দ্রুত নিচের নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ রইল
রতন চাকমা,মোবাইল: 01821427309
নার্সিং কর্মকর্তা ( এস.এস.এন)
২৫০- জেনারেল হাসপাতাল,নোয়াখালী।
উল্লেখ্য চিকু মারমা মাইজদি বড় মসজিদ আশেপাশে বাসা ভাড়ায় থাকেন তিন/ চার মাস যাবৎ। তিনি সম্ভবত কোন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।
Source মজার মজার ভিডিও দেখতে নিচে লিংকের ক্লিপ করুণ https://www.youtube.com/channel/UCDUgcFp1WTEUfSzViR9tozA

Comments