- Get link
- X
- Other Apps
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের নিয়ে যাওয়ায় সেখানে এক নতুন পরিবেশ সৃষ্টি হয়। সেখানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় এই অভিবাসনের একটা ভূমিকা আছে। পাহাড়ে বাইরে থেকে লোক নিয়ে যাওয়া উচিত হয়নি।
‘সরকারের প্রতিশ্রুতি ও আদিবাসী নারী ও কন্যাশিশুর বর্তমান অবস্থা’ শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। আজ সোমবার রাজধানীর ফার্মগেটে ডেইলি স্টার ভবনে আয়োজিত এ সভা অনুষ্ঠিত হয়। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানবাধিকার নিয়ে কাজ করা সংগঠন কাপেং ফাউন্ডেশন ও বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক যৌথভাবে এর আয়োজন করে।
কাজী রিয়াজুল হক বলেন, বাংলাদেশ মানবাধিকার-সংক্রান্ত একাধিক আন্তর্জাতিক চুক্তি ও সনদে স্বাক্ষর করেছে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ এ ক্ষেত্রে এগিয়ে। তবে এসব সনদ বা চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে ধীরগতি লক্ষ করা যায়।
কাজী রিয়াজুল হক বলেন, বাংলাদেশ মানবাধিকার-সংক্রান্ত একাধিক আন্তর্জাতিক চুক্তি ও সনদে স্বাক্ষর করেছে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ এ ক্ষেত্রে এগিয়ে। তবে এসব সনদ বা চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে ধীরগতি লক্ষ করা যায়।
গত বছরের ৬ নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্থানীয় সাঁওতালদের ওপর হামলার বিষয়ে রিয়াজুল হক বলেন, ওই হামলা হয়েছিল স্থানীয় রাজনৈতিক দুষ্টচক্র ও প্রশাসনের যোগসাজশে। এটি রাষ্ট্রীয় মদদে হয়নি।
গাইবান্ধার ঘটনার বিষয়ে রিয়াজুল হক বলেন, ‘ওই দিন ৫০০ সাঁওতাল পরিবারকে উচ্ছেদ করার জন্য পুলিশ-র্যাব মিলে ৪০০ সদস্য অভিযান চালিয়েছিল। এ কথা আমাকে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাই বলেছেন। সামান্য তির-ধনুক নিয়ে থাকা কয়েকজন সাঁওতালের বিরুদ্ধে এমন অবস্থান সত্যিই অকল্পনীয়।’
আলোচনা সভায় মূল প্রবন্ধ পড়েন ফাল্গুনী ত্রিপুরা। তিনি বলেন, ২০১৬ সালে ৫৩টি ঘটনায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ৫৮ জন নারী ও কন্যাশিশু শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ছয়জনকে হত্যা ও ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তিনি বলেন, বিচারের দীর্ঘসূত্রতা, প্রশাসন ও বিভিন্ন কর্তৃপক্ষের অসহযোগিতা, আর্থিক অসচ্ছলতা, আইনি সহায়তার অভাবে নারী ও শিশু নির্যাতন দমন আদালত থেকে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীরা তেমন সুফল পায় না।
আলোচনা সভা সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাদেকা হালিম। বক্তব্য দেন সাংসদ শিরীন আখতার, বাংলাদেশ মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারের প্রধান ফরিদা ইয়াসমীন।
Source
মজার মজার ভিডিও দেখতে নিচে লিংকের ক্লিপ করুণ
https://www.youtube.com/dashboard?o=U
https://www.youtube.com/channel/UCDUgcFp1WTEUfSzViR9tozA
গাইবান্ধার ঘটনার বিষয়ে রিয়াজুল হক বলেন, ‘ওই দিন ৫০০ সাঁওতাল পরিবারকে উচ্ছেদ করার জন্য পুলিশ-র্যাব মিলে ৪০০ সদস্য অভিযান চালিয়েছিল। এ কথা আমাকে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাই বলেছেন। সামান্য তির-ধনুক নিয়ে থাকা কয়েকজন সাঁওতালের বিরুদ্ধে এমন অবস্থান সত্যিই অকল্পনীয়।’
আলোচনা সভায় মূল প্রবন্ধ পড়েন ফাল্গুনী ত্রিপুরা। তিনি বলেন, ২০১৬ সালে ৫৩টি ঘটনায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ৫৮ জন নারী ও কন্যাশিশু শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ছয়জনকে হত্যা ও ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তিনি বলেন, বিচারের দীর্ঘসূত্রতা, প্রশাসন ও বিভিন্ন কর্তৃপক্ষের অসহযোগিতা, আর্থিক অসচ্ছলতা, আইনি সহায়তার অভাবে নারী ও শিশু নির্যাতন দমন আদালত থেকে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীরা তেমন সুফল পায় না।
আলোচনা সভা সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাদেকা হালিম। বক্তব্য দেন সাংসদ শিরীন আখতার, বাংলাদেশ মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারের প্রধান ফরিদা ইয়াসমীন।
Comments
Post a Comment
Thanks for you comment