রাঙামাটির নানিয়ারচর উপজেলায় প্রতিপক্ষের গুলিতে অনধি রঞ্জন চাকমা (৪৮) নামের ইউপিডিএফ নেতা নিহত হয়েছে। তিনি নানিয়ারচর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য।
মঙ্গলবার সকালে উপজেলার ১৮ মাইল এলাকায় গুলিবিদ্ধ হয়ে অনাধি রঞ্জন চাকমা নিহত হয়।
স্থানীয় সূত্রে জানাগেছে, সম্প্রতি পার্বত্য চুক্তি বিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়ে গণতান্ত্রিক ইউপিডিএফ নাম দিয়ে অপর একটি রাজনৈতিক গ্রুপ সৃষ্টি হয়। অনাধি রঞ্জন চাকমা এ গ্রুপটির নেতৃত্বে রয়েছে অভিযোগ এনে ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি মেম্বার অনাধি রঞ্জন চাকমাকে তারই প্রতিপক্ষ গ্রুপের সন্ত্রাসীরা গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নানিয়ারচর থানার ওসি আব্দুল লতিফ জানান, উপজেলার ১৮ মাইল এলাকায় এ ঘটনা ঘটে।
Source
মজার মজার ভিডিও দেখতে নিচে লিংকের ক্লিপ করুণ
https://www.youtube.com/channel/UCDUgcFp1WTEUfSzViR9tozA
Comments
Post a Comment
Thanks for you comment