জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান বলেছেন, সরকার ১৮ বছর ধরে পার্বত্যচুক্তি বাস্তবায়ন না করে মানবাধিকার লঙ্ঘন করছে। সরকার পার্বত্যবাসীর সঙ্গে সমস্যা সমাধানে লিখিত চুক্তি করেছে।
এটা রাষ্ট্রের অঙ্গীকার। এ অঙ্গীকার থেকে পিছিয়ে আসাটা প্রতারণা। দেশের সব নাগরিকের অধিকার প্রতিষ্ঠায় পার্বত্যচুক্তি বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
খাগড়াছড়ি জেলা পরিষদ সম্মেলনকক্ষে আজ মঙ্গলবার সকালে জাতীয় মানবাধিকার কমিশনের উদ্যোগে আয়োজিত দুই দিনের মানবাধিকার সাংবাদিকতা শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন মিজানুর রহমান।
পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরুপা দেওয়ান, খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, মানবাধিকার কমিশনের প্রতিনিধি খান মো. রফিকুল ইসলাম ও বিশিষ্ট উন্নয়ন সংগঠক মথুরা বিকাশ ত্রিপুরা উপস্থিত ছিলেন।
Comments
Post a Comment
Thanks for you comment