- Get link
- X
- Other Apps
একটি নিখোঁজ সংবাদ
বিজয় ত্রিপুরা নামে এক ব্যক্তি হারিয়ে গেছে। বয়স ২৫ বছর। হারিয়ে যাওয়ার সময় তার কাছে
প্রায় (১,৫০,০০০) দেড় লক্ষ টাকা ছিলো বলে পরিবার সূত্র জানিয়েছে।
বিজয় ত্রিপুরা চট্টগ্রামে একটি প্রাইভেট কোম্পানীতে চাকুরি করত। বিজয় ত্রিপুরা পিং কলিসা ত্রিপুরা খাগড়াছড়ি জেলার মাটিরাংঙ্গা উপজেলার সদর ইউনিয়নের কাইল্যাসি পাড়ার বাসিন্দা। বিজয় ত্রিপুরা গত ৭ই ডিসেম্বর ২০১৭ খ্রী: রোজ বৃহঃস্পতিবার চট্টগ্রাম থেকে বাড়ীতে ফেরার পথে হারিয়ে যায়।
তার হারানো সংক্রান্ত মাটিরাঙ্গা থানা একটি সাধারণ ডায়েরি করা হয়েছে যার নম্বর - ৪২০২। কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান জেনে থাকলে নিকস্থ থানা অথবা পরিবারে সাথে (০১৫৫৮-৯১৩২৭৯) নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।
বিজয় ত্রিপুরা নামে এক ব্যক্তি হারিয়ে গেছে। বয়স ২৫ বছর। হারিয়ে যাওয়ার সময় তার কাছে প্রায় (১,৫০,০০০) দেড় লক্ষ টাকা ছিলো বলে পরিবার সূত্র জানিয়েছে।বিজয় ত্রিপুরা চট্টগ্রামে একটি প্রাইভেট কোম্পানীতে চাকুরি করত। বিজয় ত্রিপুরা পিং কলিসা ত্রিপুরা খাগড়াছড়ি জেলার মাটিরাংঙ্গা উপজেলার সদর ইউনিয়নের কাইল্যাসি পাড়ার বাসিন্দা। বিজয় ত্রিপুরা গত ৭ই ডিসেম্বর ২০১৭ খ্রী: রোজ বৃহঃস্পতিবার চট্টগ্রাম থেকে বাড়ীতে ফেরার পথে হারিয়ে যায়।
তার হারানো সংক্রান্ত মাটিরাঙ্গা থানা একটি সাধারণ ডায়েরি করা হয়েছে যার নম্বর - ৪২০২। কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান জেনে থাকলে নিকস্থ থানা অথবা পরিবারে সাথে (০১৫৫৮-৯১৩২৭৯) নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।
Comments
Post a Comment
Thanks for you comment