ভারতের ত্রিপুরা রাজ্যে কারাগারের মধ্যে এক বাংলাদেশির অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এতে ওই রাজ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার রাজ্যের ধলাই জেলার গন্ডছেড়া কারাগারে এই মৃত্যুর ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এদিন সকালের দিকে ওই কারাগারের ভিতর বিজয় চাকমা (৪৮) নামে ওই বাংলাদেশিকে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়। এরপরই স্থানীয় সরকারি হাসপাতালে তাকে নিয়ে আসা হলে চিকিৎসকরা বিজয় চাকমাকে মৃত বলে ঘোষণা করেন।
যদিও বিজয় চাকমার মৃত্যু নিয়ে কারা কর্তৃপক্ষ মুখ খুলতে চায়নি। তবে সূত্রের খবর, কারাগারের মধ্যেই অন্য কয়েদীদের সঙ্গে ঝগড়ার কারণে মারাত্মকভাবে আহত ও পরে মৃত্যু হয়ে থাকতে পারে তার। অস্বাবিক মৃত্যুর ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ।
উল্লেখ্য, বাংলাদেশ-ত্রিপুরার গন্ডচেরা সীমান্ত পেরিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সাত মাস আগে বিজয় চাকমাকে আটক করা হয়। এরপর আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
Comments
Post a Comment
Thanks for you comment