মানবাধিকার শান্তি পদক পেলেন রাজস্থলী উপজেলার ভাইস চেয়ারম্যান


জেলার রাজস্থলী উপজেলায় সমাজ সেবায় বিশেষ অবদান রাখার জন্য বাংলাদেশ মানবাধিকার সাংস্কৃতিক সোসাইটির পক্ষ থেকে মানবাধিকার শান্তি পদক পেলেন রাজস্থলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা।
সোমবার(১৮জানুয়ারি) এ সম্মাননা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গ্রহণ করেন। তিনি বলেন, এ সম্মাননা শুধু আমার নয়। সমগ্র রাজস্থলী উপজেলার সম্মাননা। আমি পুরো চট্টগ্রাম বিভাগের মধ্যে এ রাজস্থলী উপজেলায় সমাজ সেবায় বিশেষ অবদান রেখে বাংলাদেশ মানবাধিকার সংস্থা আমাকে এ সম্মাননা প্রদান করায় আমি সকলের প্রতি  কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মাননা প্রদান কালে উপস্থিত ছিলেন ১নং ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান সুশান্ত প্রসাদ তঞ্চঙ্গ্যা, সাংবাদিক মো. আজগর আলী খান ও আবু নাইম ভুইয়া উপজেলা ওসিএলএসডি প্রমুখ।
Source মজার মজার ভিডিও দেখতে নিচে লিংকের ক্লিক করুণ https://www.youtube.com/dashboard?o=U https://www.youtube.com/channel/UCDUgcFp1WTEUfSzViR9tozA

Comments