জেলার রাজস্থলী উপজেলায় সমাজ সেবায় বিশেষ অবদান রাখার জন্য বাংলাদেশ মানবাধিকার সাংস্কৃতিক সোসাইটির পক্ষ থেকে মানবাধিকার শান্তি পদক পেলেন রাজস্থলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা।
সোমবার(১৮জানুয়ারি) এ সম্মাননা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গ্রহণ করেন। তিনি বলেন, এ সম্মাননা শুধু আমার নয়। সমগ্র রাজস্থলী উপজেলার সম্মাননা। আমি পুরো চট্টগ্রাম বিভাগের মধ্যে এ রাজস্থলী উপজেলায় সমাজ সেবায় বিশেষ অবদান রেখে বাংলাদেশ মানবাধিকার সংস্থা আমাকে এ সম্মাননা প্রদান করায় আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মাননা প্রদান কালে উপস্থিত ছিলেন ১নং ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান সুশান্ত প্রসাদ তঞ্চঙ্গ্যা, সাংবাদিক মো. আজগর আলী খান ও আবু নাইম ভুইয়া উপজেলা ওসিএলএসডি প্রমুখ।
Source
মজার মজার ভিডিও দেখতে নিচে লিংকের ক্লিক করুণ
https://www.youtube.com/dashboard?o=U
https://www.youtube.com/channel/UCDUgcFp1WTEUfSzViR9tozA
Comments
Post a Comment
Thanks for you comment