ভাইরাসের নাম চিকুনগুনিয়া। ১৯৫২ সালে এটি প্রথম শনাক্ত হয়। আফ্রিকার দেশ তানজানিয়ায় এটিকে বলে চিকুনগুনিয়া, যার অর্থ ‘কোমর বাঁকা’। কেননা, এই সংক্রমণে হাড়ের জোড়া বা সন্ধিতে এত ব্যথা হয় যে রোগীকে কোমর বাঁকা করে হাঁটতে হয়। তবে চিকুনগুনিয়া সংক্রমণের লক্ষণ বা উপসর্গ ডেঙ্গুজ্বরের মতোই। সামান্য কিছু পার্থক্যও আছে।
জ্বর-ব্যথা-ফুসকুড়িচিকুনগুনিয়ায় আক্রান্ত হলে ডেঙ্গুর মতোই আকস্মিক জ্বর, সঙ্গে ত্বকে ফুসকুড়ি বা দানা হয়। পাশাপাশি শরীরের বিভিন্ন গিরায় প্রচণ্ড ব্যথা হয়। ডেঙ্গু হলেও শরীর ব্যথা করে, তবে খুব তীব্র ও দীর্ঘস্থায়ী হয় না। চিকুনগুনিয়ার বিশেষত্ব হচ্ছে, জ্বরের প্রথম থেকেই হাত-পায়ের ছোট গিরা, হাঁটু, কনুই, গোড়ালিতে প্রচণ্ড ব্যথা থাকতে পারে। কখনো গিরা ফুলে যেতেও পারে। সকালবেলা হাত-পা জ্যাম হয়ে যাওয়া বা মর্নিং স্টিফনেসও থাকতে পারে, যার কারণে অনেক সময় আর্থ্রাইটিস বা বাতরোগের মতো মনে হতে পারে। জ্বর সেরে যাওয়ার পরও ব্যথা সম্পূর্ণ সারতে বেশ কিছুদিন লেগে যেতে পারে। এমনকি পাঁচ-ছয় মাসও থাকতে পারে। এই গিরাব্যথাই ডেঙ্গু থেকে চিকুনগুনিয়াকে আলাদা করেছে। তা ছাড়া এতে দানা বেরোলেও ডেঙ্গুর মতো রক্তক্ষরণের ভয় নেই।
mongsai79@gmail.com
জ্বর-ব্যথা-ফুসকুড়িচিকুনগুনিয়ায় আক্রান্ত হলে ডেঙ্গুর মতোই আকস্মিক জ্বর, সঙ্গে ত্বকে ফুসকুড়ি বা দানা হয়। পাশাপাশি শরীরের বিভিন্ন গিরায় প্রচণ্ড ব্যথা হয়। ডেঙ্গু হলেও শরীর ব্যথা করে, তবে খুব তীব্র ও দীর্ঘস্থায়ী হয় না। চিকুনগুনিয়ার বিশেষত্ব হচ্ছে, জ্বরের প্রথম থেকেই হাত-পায়ের ছোট গিরা, হাঁটু, কনুই, গোড়ালিতে প্রচণ্ড ব্যথা থাকতে পারে। কখনো গিরা ফুলে যেতেও পারে। সকালবেলা হাত-পা জ্যাম হয়ে যাওয়া বা মর্নিং স্টিফনেসও থাকতে পারে, যার কারণে অনেক সময় আর্থ্রাইটিস বা বাতরোগের মতো মনে হতে পারে। জ্বর সেরে যাওয়ার পরও ব্যথা সম্পূর্ণ সারতে বেশ কিছুদিন লেগে যেতে পারে। এমনকি পাঁচ-ছয় মাসও থাকতে পারে। এই গিরাব্যথাই ডেঙ্গু থেকে চিকুনগুনিয়াকে আলাদা করেছে। তা ছাড়া এতে দানা বেরোলেও ডেঙ্গুর মতো রক্তক্ষরণের ভয় নেই।
mongsai79@gmail.com
This comment has been removed by the author.
ReplyDelete