যেতে যেতে পথে আজ বাবা এর সাথে দেখা।

Like
Comment বাবার কথা অনেক আগে থেকে শুনেছি কিন্তু স্বচক্ষে দেখা হয়নি। আজ দেখা হয়ে গেল। মহান সৃষ্টির কর্তা কি কৃপায় আজ, আজ সুযোগ হলো। 
আমি গাড়িতে, অথাৎ দেখি পথে সব গাড়ি থেমে আছে। প্রথমে মনে করেছিলাম সামনে কোন মিছিল বা দূর্ঘটনা তাই গাড়িগুলো আটকে আছে। পরে দেখছি বুড়ো, বুড়ি, নারী-পুরুষ সকলের রাস্তায় কি যেন কুড়াচ্ছে। আমি আমার ড্রাইভারকে বললাম গাড়িটাকে স্রো কর। 
বেশ, বাবাকে এই প্রথম বার দেখলাম। 
যুব সমাজকে সতর্কীকরণের উদ্দেশ্যে এ পোস্ট। বাবা থেকে সাবধান। এ বাবা এমন এক বাবা যে মাকেও পর্য ন্ত খুন করে।
গত ৫ তারিখে এক পরিবার তার আট বছরের এক শিশুর গায়ে এ বাবার পেকেট গায়ে জড়িয়ে চালান কালে দমদমিয়া বিজিবি চেক পোষ্টে ধরা পড়েছে (গাড়ির লোকেরা বলাবলিতে শুনা)। চিন্তা করে দেখেন এ বাবার গুনাবলী কত যে আপন সন্তানকে পর্যন্ত জবাই করতে পারে।

mongsai79@gmail.com

Comments