আমি গাড়িতে, অথাৎ দেখি পথে সব গাড়ি থেমে আছে। প্রথমে মনে করেছিলাম সামনে কোন মিছিল বা দূর্ঘটনা তাই গাড়িগুলো আটকে আছে। পরে দেখছি বুড়ো, বুড়ি, নারী-পুরুষ সকলের রাস্তায় কি যেন কুড়াচ্ছে। আমি আমার ড্রাইভারকে বললাম গাড়িটাকে স্রো কর।
বেশ, বাবাকে এই প্রথম বার দেখলাম।
যুব সমাজকে সতর্কীকরণের উদ্দেশ্যে এ পোস্ট। বাবা থেকে সাবধান। এ বাবা এমন এক বাবা যে মাকেও পর্য ন্ত খুন করে।
গত ৫ তারিখে এক পরিবার তার আট বছরের এক শিশুর গায়ে এ বাবার পেকেট গায়ে জড়িয়ে চালান কালে দমদমিয়া বিজিবি চেক পোষ্টে ধরা পড়েছে (গাড়ির লোকেরা বলাবলিতে শুনা)। চিন্তা করে দেখেন এ বাবার গুনাবলী কত যে আপন সন্তানকে পর্যন্ত জবাই করতে পারে।
mongsai79@gmail.com
Comments
Post a Comment
Thanks for you comment