- Get link
- X
- Other Apps
সাশ্রয়ী দামের অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও কম গতির ইন্টারনেটে চালানোর জন্য ‘ফেসবুক লাইট’ নামের ফেসবুকের একটি সংস্করণ চালু হয় ২০১৫ সালে। সম্প্রতি ওই সংস্করণটির ব্যবহারকারী ২০ কোটি ছাড়িয়েছে।
ফেসবুকের অ্যান্ড্রয়েড সংস্করণটির সঙ্গে তুলনা করলে লাইট সংস্করণটি স্মার্টফোনে অনেক কম জায়গা দখল করে। এ ছাড়া ফোনে কম র্যাম থাকলে ও নেটের গতি কম থাকলেও এটি ব্যবহার করা যায়।
ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ফেসবুকের এক পোস্টে লিখেছেন, কম ব্যান্ডউইথের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য আমরা হালকা সংস্করণের একটি ফেসবুক তৈরি করেছিলাম। এখন বিশ্বে ২০ কোটি মানুষ এটি ব্যবহার করছে। খবরটি শুনে আমার ভালো লেগেছে।ফেসবুকের প্রধান পরিচালন কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ বলেন, অনেক এলাকায় নেটওয়ার্ক ধীর গতির। এতে ফেসবুকের সব ফাংশান সমর্থন করে না। ফেসবুক লাইট ব্যবহার করে ফেসবুকের মূল অভিজ্ঞতা বিনিময় করা যায়। কম ডেটা খরচ করে নিউজ ফিড পড়া যায়।
সম্প্রতি লাইট সংস্করণটিকে আরও উন্নত করেছে ফেসবুক। এতে এটি আরও দ্রুতগতিসম্পন্ন হবে।
২০১৬ সালে ফেসবুক লাইট ব্যবহারকারী ছিল ১০ কোটি।
ফেসবুকের অ্যান্ড্রয়েড সংস্করণটির সঙ্গে তুলনা করলে লাইট সংস্করণটি স্মার্টফোনে অনেক কম জায়গা দখল করে। এ ছাড়া ফোনে কম র্যাম থাকলে ও নেটের গতি কম থাকলেও এটি ব্যবহার করা যায়।
ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ফেসবুকের এক পোস্টে লিখেছেন, কম ব্যান্ডউইথের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য আমরা হালকা সংস্করণের একটি ফেসবুক তৈরি করেছিলাম। এখন বিশ্বে ২০ কোটি মানুষ এটি ব্যবহার করছে। খবরটি শুনে আমার ভালো লেগেছে।ফেসবুকের প্রধান পরিচালন কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ বলেন, অনেক এলাকায় নেটওয়ার্ক ধীর গতির। এতে ফেসবুকের সব ফাংশান সমর্থন করে না। ফেসবুক লাইট ব্যবহার করে ফেসবুকের মূল অভিজ্ঞতা বিনিময় করা যায়। কম ডেটা খরচ করে নিউজ ফিড পড়া যায়।
সম্প্রতি লাইট সংস্করণটিকে আরও উন্নত করেছে ফেসবুক। এতে এটি আরও দ্রুতগতিসম্পন্ন হবে।
২০১৬ সালে ফেসবুক লাইট ব্যবহারকারী ছিল ১০ কোটি।
গুগল প্লে স্টোর থেকে ফেসবুক লাইট ডাউনলোড করতে পারেন ব্যবহারকারী।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েডপুলিশ, ফোন অ্যারেনা।
mongsai79@gmail.com
Comments
Post a Comment
Thanks for you comment