রাঙ্গামাটি পাঃ জেলার রাজস্থলী উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান

রাঙ্গামাটি পাঃ জেলার রাজস্থলী উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বাবু,সুশান্ত প্রসাদ তংচঙ্গ্যা জনগণের সেবা করতে গিয়ে দুপুরের খাবার অফিসে বসে ছেড়ে নিতে হচ্ছে। এতে জনগণ সন্তুষ্ট এবং তিনি নিজেও। এমন সুযোগ্য একজন জন প্রতিনিধি চেয়েছিল ঘিলাছড়ি ইউনিয়নবাসী।এলাকার জনগণ মনে করে এবার হয়তো ঘিলাছড়ির উন্নয়নের জোয়ার এসেছে। এইভাবে চলতে থাকলে আগামীতে আবার চেয়ারম্যান এতে কোন সন্দেহ নেই। জনগণের মনবাসনাও পুরন হয়েছে তাঁহাকে চেয়ারম্যান হিসেবে পেয়ে। এখন শুধু জনগণের মুখে সুশান্ত তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে-------।
Like
Comment
mongsai79@gmail.com

Comments