গ্রাফিকস: মনিরুল ইসলাম
এখন মানুষ শুধু কম্পিউটার বা মুঠোফোনে ডেটার সুরক্ষা নিয়ে ভাবেন না; ভাবেন ইন্টারনেটের নিরাপত্তা নিয়েও। আর এ কারণে কম্পিউটারের নিরাপত্তায় অ্যান্টি ভাইরাস সফটওয়্যার ব্যবহারের পাশাপাশি ইন্টারনেটের নিরাপত্তার জন্য ব্যবহার করছেন ইন্টারনেট সিকিউরিটিও। আর যাঁরা আরেকটু বেশি চান, নিরাপত্তা নিয়ে একটু বেশি ভাবেন, তাঁরা পূর্ণাঙ্গ নিরাপত্তার সফটওয়্যার কিংবা প্রযুক্তিগত ব্যবস্থা নিয়ে থাকেন। এ ধরনের সফটওয়্যারের বৈশিষ্ট্য হচ্ছে, কম্পিউটার ও ইন্টারনেট নিরাপত্তার সব সুবিধা তো মিলবেই, পাওয়া যাবে অতিরিক্ত কিছু সুবিধাও।
সাধারণত, অ্যান্টি ভাইরাস সফটওয়্যারের বৈশিষ্ট্য হলো দ্রুত কম্পিউটার স্ক্যান করা, ইউএসবি ড্রাইভ স্ক্যান ও দ্রুত নিরাপত্তা দেওয়া। আর স্প্যাম দূর করে ইন্টারনেট ব্যবহারকারীর নিরাপত্তা দেয় ইন্টারনেট সিকিউরিটি সফটওয়্যারগুলো। অন্যদিকে টোটাল সিকিউরিটি একসঙ্গে সবই করে। বাজারে অনেক ধরনের অ্যান্টি ভাইরাস, ইন্টারনেট সিকিউরিটি ও টোটাল সিকিউরিটি সফটওয়্যার পাওয়া যায়। প্রতিটির বৈশিষ্ট্য প্রায় একই রকম। আবার ভিন্নতাও রয়েছে কিছু। কী কী সুবিধা আছে এবং ঘরে কিংবা অফিসে, নাকি ব্যবহারকারী কতজন তার ওপর নির্ভর করে দাম। এই প্রতিবেদনে থাকছে কিছু অ্যান্টি ভাইরাস, ইন্টারনেট সিকিউরিটি ও টোটাল সিকিউরিটি সফটওয়্যারের খোঁজ।
রিভ অ্যান্টিভাইরাস
অ্যান্টি ভাইরাস, ইন্টারনেট সিকিউরিটি ও টোটাল সিকিউরিটি—তিনটিই রয়েছে রিভের। বাংলাদেশি প্রতিষ্ঠানের তৈরি এটি। এক বছর মেয়াদি একক ব্যবহারকারীর জন্য দাম পড়বে ৪৯০ টাকা। রিভের এক বছর মেয়াদি একক ব্যবহারকারীর জন্য ইন্টারনেট সিকিউরিটির দাম পড়বে ৮৯০ টাকা। আর টোটাল সিকিউরিটির জন্য এক বছর মেয়াদি একক ব্যবহারকারীর দাম পড়বে ১ হাজার ৪৫০ টাকা। রিভ সিস্টেমসের সহকারী ব্যবস্থাপক ওয়ালিউর রশিদ বলেন, তাঁদের ইন্টারনেট সিকিউরিটির মাধ্যমে নির্দিষ্ট কোনো ওয়েবসাইট ব্লক করে রাখা যাবে এবং সেই ওয়েবসাইটে কেউ প্রবেশ করার চেষ্টা করলেও জানা যাবে। রয়েছে বিনা মূল্যে পরীক্ষামূলক (ট্রায়াল) সংস্করণও। www.reveantivirus.com/bd ওয়েবসাইট থেকে ২৪ ঘণ্টা গ্রাহকসেবাও পাওয়া যাবে।
ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাস
ব্যক্তিগত ব্যবহার, ক্ষুদ্র-মাঝারি ব্যবহার ও বড় আকারের প্রতিষ্ঠানে কম্পিউটার ব্যবহারকারীদের জন্য ক্যাসপারস্কি অ্যান্টি ভাইরাস পাওয়া যায়। ব্যক্তিগত ব্যবহারকারীদের জন্য ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাস, ইন্টারনেট সিকিউরিটি, সিকিউরিটি ফর ম্যাক রয়েছে। ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি-২০১৭ একজন ব্যবহারকারীর জন্য পাওয়া যাচ্ছে ৮০০ টাকা এবং তিনজন ব্যবহারকারীর জন্য দাম ১ হাজার ৬৫০ টাকা।
ম্যাকাফি অ্যান্টিভাইরাস
ইনটেলের অ্যান্টিভাইরাস পণ্য ম্যাকাফির ইন্টারনেট সিকিউরিটি ও টোটাল প্রোটেকশন নামে দুটি অ্যান্টি ভাইরাস সফটওয়্যার আছে দেশের বাজারে। দেশে ম্যাকাফির পরিবেশক কম্পিউটার ভিলেজের পরিচালক তৌফিক এলাহী বলেন, মূলত এই অ্যান্টি ভাইরাস যখন অনলাইনে যুক্ত হয়, তখন কম্পিউটারের সুরক্ষা যেমন দেবে, তেমনি ইন্টারনেটের নিরাপত্তাও দেবে। এক বছর মেয়াদি একক ব্যবহারকারীর জন্য ইন্টারনেট সিকিউরিটির দাম পড়বে ১ হাজার টাকা এবং টোটাল প্রোটেকশনের দাম পড়বে ১ হাজার ৫০০ টাকা। তবে কম্পিউটার ভিলেজের ২০ বছরে পদার্পণ উপলক্ষে ছাড় দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে ইন্টারনেট সিকিউরিটি ও টোটাল প্রোটেকশন পাওয়া যাবে যথাক্রমে প্রায় ৬০০ ও ১০০০ টাকায়।
অ্যাভিরা অ্যান্টিভাইরাস
অ্যাভিরার মূল বৈশিষ্ট্য হলো বিনা মূল্যে সংস্করণের নির্দিষ্ট কোনো মেয়াদ নেই। আপনার পুরো অনলাইন জীবনজুড়ে ব্যবহার করতে পারবেন। অ্যাভিরা প্রোর দাম পড়বে ৫৫০ টাকা।
ই-স্ক্যান অ্যান্টিভাইরাস
ই-স্ক্যান ইন্টারনেট সিকিউরিটি ও টোটাল সিকিউরিটির দাম পড়বে যথাক্রমে ৪৯৯ ও ৫৫০ টাকা।
ই-সেট অ্যান্টিভাইরাস
বাজারে রয়েছে ই-সেটের স্মার্ট সিকিউরিটি। একজন ব্যবহারকারীর জন্য দাম পড়বে ১০৯৯ টাকা। তবে বাজারে ছাড়ে পাওয়া যাচ্ছে এই অ্যান্টি ভাইরাস। এর বাইরেও রয়েছে মোবাইল সিকিউরিটি হোম সংস্করণ।
প্যান্ডা অ্যান্টিভাইরাস
একজন ব্যবহারকারীর জন্য প্যান্ডা ইন্টারনেট সিকিউরিটির দাম ৪৯৯ টাকা।
ট্রেন্ড মাইক্রো অ্যান্টিভাইরাস
তথ্যের সুরক্ষা তো দেয়ই, ক্ষতিকর ওয়েবসাইট থেকে ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিরাপদ রাখে। একজন ব্যবহারকারীর এক বছরের জন্য ইন্টারনেট সিকিউরিটির দাম ৯৯০ টাকা।
এর বাইরেও ইন্টারনেট থেকে বিনা মূল্যে নামানো যাবে বিভিন্ন অ্যান্টি ভাইরাস। রয়েছে পরীক্ষামূলক সংস্করণও। স্মার্টফোনের জন্যও বাজারে রয়েছে বিভিন্ন অ্যান্টি ভাইরাস। এ ক্ষেত্রে অ্যাভিরা, অ্যাভাস্ট উল্লেখযোগ্য।
mongsai79@gmail.com
Comments
Post a Comment
Thanks for you comment