বাংলাদেশি সংখ্যালঘুরা সুরক্ষিত নন : মার্কিন রিপোর্ট

বাংলাদেশি সংখ্যালঘুরা (হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান) গুরুতর আক্রমণের শিকার হচ্ছেন৷ ধর্মনিরপেক্ষ ব্লগার ও বিভিন্ন ক্ষুদ্র জনগোষ্ঠীর ওপর হামলা বেড়েছে৷ এমনই রিপোর্ট দিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক আন্তর্জাতিক কমিশন (USCIRF) ৷

রিপোর্টে বলা হয়েছে, ২০১৬ সালে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু, ধর্মনিরপেক্ষ ব্লগার, বুদ্ধিজীবী ও বিদেশিদের ওপর জাতীয় এবং আন্তর্জাতিক চরমপন্থী গোষ্ঠীগুলো এসব হামলা চালিয়েছে৷ রিপোর্টে আরও বলা হয়েছে, ক্ষমতাসীন আওয়ামি লিগ সরকার তদন্তের উদ্যোগ নিয়েছে৷ হামলা পরিকল্পনায় জড়িত থাকার দায়ে অভিযুক্ত অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে, নিরাপত্তা বাড়ানো হয়েছে৷ তবে এরপরও সংখ্যালঘুদের প্রতি হুমকি ও হামলা বেড়েছে৷

ইউএসসিআইআরএফ যে রিপোর্ট দিয়েছে তাতে বলা হয়েছে,২০১৪ সালের জাতীয় নির্বাচনের পর বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা বার বার আক্রমণের শিকার হয়েছেন৷ এই প্রসঙ্গে গত বছর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলা চালিয়ে ১৫ টি মন্দির ও ২০০ ঘরবাড়ি ভাঙচুরের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে৷

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত জার্মান সংবাদ মাধ্যম, ডয়চে ভেল-কে জানিয়েছেন, ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে সংখ্যালঘুরা বেশি আক্রান্ত হয়েছেন৷ তবে ২০১৭ সালের শুরু থেকেই তা আবার কমে আসছে৷ সরকার জঙ্গিবাদের প্রতি জিরো টলারেন্স ঘোষণার পর পরিস্থিতির উন্নতি হচ্ছে৷

বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা পরিস্থিতি মূল্যায়নের জন্য ২০১৬ সালের মার্চ মাসে ইউএসসিআইআরএফ-প্রতিনিধি দল সফর করে৷ পরে সংস্থার রিপোর্টে বলা হয়, ধর্মীয় কারণে হামলা এবং হয়রানির বিরুদ্ধে সরকারের শক্তিশালী অবস্থান দরকার৷
mongsai79@gmail.com

Comments