- Get link
- X
- Other Apps
বিদেশ ডেস্ক: আদিবাসীদের যেকোনও সমস্যায় প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দু’দিনের উত্তরবঙ্গ সফর সেরে কলকাতা ফেরার আগে
গতকাল বুধবার উত্তরকন্যায় ট্র্যাইবাল অ্যাডভাইজারি কমিটির সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠকে তিনি এই নির্দেশ দেন। এছাড়া এদিন তিনি সাঁওতালি ভাষায় অলচিকি হরফে তৈরি প্রথম অভিধান ও
উত্তরকন্যায় নবনির্মিত প্রেক্ষাগৃহেরও উদ্বোধন করেন।
এদিন সাঁওতালি ভাষার অভিধানটি প্রকাশের পর মুখ্যমন্ত্রী বলেন, যাঁরা সাঁওতালি ভাষা নিয়ে চর্চা করতে চান বা শিখতে চান এটি তাঁদের কাজে লাগবে। আমি মনে করি এটা অত্যন্ত
কার্যকরী সাঁওতালি অভিধান।
এছাড়াও তিনি বলেন, আদিবাসীদের বিষয়গুলি যাতে দ্রুত দেখা হয়, সময়মতো ব্যবস্থা নেওয়া হয় সেটা প্রশাসনকে দেখতে বলেছি। চা বাগানে সমস্যা আছে। বেশকিছু সমস্যা নিয়ে
আলোচনা হয়েছে। প্রত্যেক সদস্য মতামত দিয়েছেন। বেশকিছু কাজ শেষ হয়েছে। কিছু বাকি আছে। আমরা ৪৫ হাজার পাট্টা দেব। তার মধ্যে তিন হাজার পাট্টার কাজ শেষ হয়েছে।
আদিবাসীদের জমি চিহ্নিতকরণের কাজও শুরু হয়েছে। তাঁদের সমস্যা ফেলে রাখা যাবে না। দ্রুত মেটাতে হবে।
আদিবাসী নেতা বীরসা তিরকি বলেন, মুখ্যমন্ত্রী যেভাবে দাবিগুলি গুরুত্ব দিয়ে শুনেছেন, সমস্যা মেটাতে উদ্যোগী হয়েছেন তাতে আমরা খুশি। আমরা তরাই-ডুয়ার্সের আদিবাসীদের জমি
দেওয়া সহ ১৯টি দাবি রেখেছিলাম। তারমধ্যে কয়েকটি তিনি বৈঠকেই মিটিয়ে দিয়েছেন। বাকিগুলি আদিবাসী উন্নয়ন দপ্তরের সচিবকে দেখার দায়িত্ব দিয়েছেন।
অ্যাডভাইজারি কমিটি সূত্রে জানা গিয়েছে, বৈঠকে আদিবাসীদের দাবিমতো নকশালবাড়ির হাতিঘিসা কলেজের নাম বীরসা মুণ্ডা করার দাবি গৃহীত হয়েছে। তরাই-ডুয়ার্সের আদিবাসীদের
জমি চিহ্নিতকরণের কাজও দ্রুত শুরু করা হবে।
আদিবাসীদের যেকোনও সমস্যায় প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দু’দিনের উত্তরবঙ্গ সফর সেরে কলকাতা ফেরার আগেগতকাল বুধবার উত্তরকন্যায় ট্র্যাইবাল অ্যাডভাইজারি কমিটির সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠকে তিনি এই নির্দেশ দেন। এছাড়া এদিন তিনি সাঁওতালি ভাষায় অলচিকি হরফে তৈরি প্রথম অভিধান ও
উত্তরকন্যায় নবনির্মিত প্রেক্ষাগৃহেরও উদ্বোধন করেন।
এদিন সাঁওতালি ভাষার অভিধানটি প্রকাশের পর মুখ্যমন্ত্রী বলেন, যাঁরা সাঁওতালি ভাষা নিয়ে চর্চা করতে চান বা শিখতে চান এটি তাঁদের কাজে লাগবে। আমি মনে করি এটা অত্যন্ত
কার্যকরী সাঁওতালি অভিধান।
এছাড়াও তিনি বলেন, আদিবাসীদের বিষয়গুলি যাতে দ্রুত দেখা হয়, সময়মতো ব্যবস্থা নেওয়া হয় সেটা প্রশাসনকে দেখতে বলেছি। চা বাগানে সমস্যা আছে। বেশকিছু সমস্যা নিয়ে
আলোচনা হয়েছে। প্রত্যেক সদস্য মতামত দিয়েছেন। বেশকিছু কাজ শেষ হয়েছে। কিছু বাকি আছে। আমরা ৪৫ হাজার পাট্টা দেব। তার মধ্যে তিন হাজার পাট্টার কাজ শেষ হয়েছে।
আদিবাসীদের জমি চিহ্নিতকরণের কাজও শুরু হয়েছে। তাঁদের সমস্যা ফেলে রাখা যাবে না। দ্রুত মেটাতে হবে।
আদিবাসী নেতা বীরসা তিরকি বলেন, মুখ্যমন্ত্রী যেভাবে দাবিগুলি গুরুত্ব দিয়ে শুনেছেন, সমস্যা মেটাতে উদ্যোগী হয়েছেন তাতে আমরা খুশি। আমরা তরাই-ডুয়ার্সের আদিবাসীদের জমি
দেওয়া সহ ১৯টি দাবি রেখেছিলাম। তারমধ্যে কয়েকটি তিনি বৈঠকেই মিটিয়ে দিয়েছেন। বাকিগুলি আদিবাসী উন্নয়ন দপ্তরের সচিবকে দেখার দায়িত্ব দিয়েছেন।
অ্যাডভাইজারি কমিটি সূত্রে জানা গিয়েছে, বৈঠকে আদিবাসীদের দাবিমতো নকশালবাড়ির হাতিঘিসা কলেজের নাম বীরসা মুণ্ডা করার দাবি গৃহীত হয়েছে। তরাই-ডুয়ার্সের আদিবাসীদের
জমি চিহ্নিতকরণের কাজও দ্রুত শুরু করা হবে।
Comments
Post a Comment
Thanks for you comment