প্রধানমন্ত্রীর বেতন ১ লাখ ১৫, আর প্রধান বিচারপতির ১ লাখ ১০ হাজার টাকা

প্রধানমন্ত্রীর বেতন ১ লাখ ১৫, আর প্রধান বিচারপতির ১ লাখ ১০ হাজার টাকা

অষ্টম জাতীয় বেতন কাঠামো অনুযায়ী, বাংলাদেশে সরকারি কর্মচারীদের সর্বোচ্চ মূল বা 'বেসিক' বেতন ৭৮ হাজার টাকা এবং সর্বনিম্ন ৮২৫০ টাকা। ২০১৫ সালে এই কাঠামো অনুমোদন করে সরকার। কাঠামো অনুযায়ী কার বেতন কত জেনে নিন।
রাষ্ট্রপতি
বর্তমানে বাংলাদেশে রাষ্ট্রপতির মূল বেতন মাসে এক লাখ ২০ হাজার টাকা।
প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর বেতন মাসে এক লাখ ১৫ হাজার। মাসিক বাড়ি ভাড়া এক লাখ টাকা, প্রধানমন্ত্রীর দৈনিক ভাতা তিন হাজার টাকা।
স্পিকার
পার্লামেন্ট স্পিকার বেতন পান ১ লাখ ১২ হাজার টাকা।
প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি বর্তমানে বেতন পান ১ লাখ ১০ হাজার টাকা।
হাইকোর্টের বিচারক
উচ্চ আদালতের বিচারকরা মাসে বেতন পান ৯৫ হাজার টাকা।
মন্ত্রী
বর্তমানে বাংলাদেশের মন্ত্রীদের বেতন ১ লাখ ৫ হাজার। এ ছাড়া ডেপুটি স্পিকার, বিরোধী দলের নেতা, চিফ হুইপ একই বেতন পান।
প্রতিমন্ত্রীর বেতন ৯২ হাজার এবং উপমন্ত্রীর বেতন ৮৬ হাজার ৫০০ টাকা।
সংসদ সদস্য
বর্তমানে সংসদ সদস্যদের মাসিক বেতন ৫৫ হাজার টাকা।
তিন বাহিনীর প্রধান
সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানের নির্ধারিত বেতন বর্তমানে ৮৬ হাজার টাকা। সর্বোচ্চ স্কেলের মূল বেতন ৭৮ হাজার টাকা হলেও মন্ত্রিপরিষদসচিব ও প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এবং তিন বাহিনীপ্রধানের মূল বেতন ৮৬ হাজার টাকা এবং জ্যেষ্ঠ সচিবদের ক্ষেত্রে ৮২ হাজার টাকা।
ন্যূনতম মজুরি
বাংলাদেশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে, ন্যূনতম মজুরি বোর্ড অনুসারে, বাংলাদেশে কোনো ন্যূনতম মজুরি আইন নেই, তবে শ্রম আইন বিষয়ক একটি নির্দিষ্ট আইন আছে যা বাংলাদেশ শ্রম আইন ২০১৩ (সংশোধিত) নামে পরিচিত।
ন্যূনতম বেতন পোশাকশিল্পে
বাংলাদেশে ন্যূনতম বেতন পায় পোশাকশিল্পের শ্রমিকরা। কয়েক দফা বেড়ে ৫৩০০ (৬৬ দশমিক ৮৮ ডলার) টাকায় পৌঁছেছে শ্রমিকদের মাসিক মজুরি।
এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে সর্বনিম্ন
২০১৩ সালে গার্মেন্ট সেক্টরে ন্যূনতম মজুরি ধার্য করা হয়েছে ৫৩০০ টাকা। এর মধ্যে মূল বেতন ৩০০০ টাকা, বাসা ভাড়া ১২০০ টাকা, চিকিৎসা ২৫০ টাকা, যাতায়াত ২০০ টাকা এবং খাদ্যভাতা ৬৫০ টাকা। যা এশিয়ার যেকোনো দেশের চেয়ে অনেক কম। 
সূত্র : ডয়চে ভেলে
মজার মজার ভিডিও দেখতে নিচে লিংকের ক্লিপ করুণ https://www.youtube.com/channel/UCDUgcFp1WTEUfSzViR9tozA

Comments