রাঙামাটি জেনারেল হাসপাতাল ৮মাস ধরে ঝুঁকিপূর্ণবস্থায় : ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা

---পাকিস্তান সরকারের আমলে চন্দ্রঘোনা থেকে তৎকালীন সাব ডিভিশন শহর রাঙামাটিতে স্থানান্তর করা হলে ১৯৭০ সালে ৫০ শয্যা হাসপাতাল গড়ে তোলা হয় বর্তমান সিভিল সার্জন কার্যালয় পুরাতন হাসাপাতাল।
এরপর ১৯৮৪ সালে বর্তমান রাঙামাটি জেনারেল হাসপাতাল নির্মানকাজ শুরু করা হলে ১৯৮৭ সালে হাসপাতালের মূল ভববনের নির্মাণ কাজ শেষ হয় এবং বর্তমান স্থানে হাসপাতালটি স্থানান্তর করা হয় । এই হাসপাতালের উদ্ভোধন করেন তৎকালীন মেজর জেনারেল নূর উদ্দিন।
১৯৯১ সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ৫০ শয্যা হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা দেয়। এঘোষণায় বৃদ্ধি পেয়েছে জনবল ও সরকারী সাহায্য। কিন্তু সম্প্রসারণ করা হয়নি মূল ভবন। তৎকালীন রাঙামাটি সদর হাসপাতালের নাম পরিবর্তন করে নাম হয় রাঙামাটি জেনারেল হাসপাতাল।
৫০ শয্যার হাসপাতালের অবকাঠামো দিয়ে চলছে ১০০ শয্যার রাঙামাটি 
ঘরে বসে আয় করতে চাইলে নিচে লিং এর গিয়ে রেজিস্ট্রেশন করে এখুনি কাজ শুরু করুণ http://zummoney.club/427307561519/

Comments