গৌতম বুদ্ধের ছবি ব্যবহৃত শাড়ি পড়ে বিতর্কের জন্ম দিয়েছেন ৭১ টিভির সংবাদ পাঠিকা আফসানা শাওন বিরুদ্ধে কঠোর শাস্তি দাবিঃ সুশীল সমাজ
গত ২৫ সেপ্টেম্বর সোমবার বিকেল ০৫: ৪৫ এ সংবাদে গৌতম বুদ্ধের ছবি ব্যবহৃত শাড়ি পড়ে বিতর্কের জন্ম দিয়েছেন ৭১ টিভির সংবাদ পাঠিকা আফসানা শাওন। বৌদ্ধ সমাজ ব্যাপারটাকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকের বদৌলতে নিন্দার ঝড় ওঠে ৭১ টিভি সংবাদ পাঠিকা আফসানা শাওন নিয়ে।
[ চহ্লা মারমা; বান্দরবান] এই বিতর্কিত কর্মকাণ্ডে কটাক্ষ করে কেউ বলেন ‘মহামানব বুদ্ধ কি কোন ফ্যাশন আইকন?তিনি সর্বজীবের পূজনীয় শাস্তা। এটা বুদ্ধ ও বৌদ্ধ ধর্মের প্রতি অশ্রদ্ধা বলেও অনেকেই জবাব দেন। ৭১ টিভিতে গতকাল সোমবার বিকেল ০৫: ৪৫ এ সংবাদ পাঠিকা আফসানা শাওন এর পরিধানকৃত শাড়িতে বুদ্ধের ছবি
কেন ? পৃথিবীতে অনেক রকমের ছবি থাকতে হঠাৎ বুদ্ধের ছবি নিয়ে সংবাদ পাঠ করা হলো কেন এবং কি উদ্দেশ্য নিয়ে ৭১ চ্যানেল করেছে? তবে সম্প্রতি রোহিংগা ইস্যু তে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার। পরিকল্পিত
ষড়যন্ত্র থাকতে বলে বিশেষজ্ঞ মহলের অভিমত।
তবে বৌদ্ধ সম্প্রদায়ের লোকেরা অবিলম্বে যথাপোযুক্ত ব্যাখ্যাসহ নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহবান জানান ৭১ চ্যানেল টিভিকে।
সুত্র জানায়, ৭১ টিভির সংবাদ পাঠিকা আফসানা শাওন গৌতম বুদ্ধকে এবং পুরো বৌদ্ধ জাতিকে ছোট সহ বৌদ্ধধর্মকে চরম ভাবে অবমাননা করেছে বলে মনে করেন বৌদ্ধ সম্প্রদায়। এ ব্যাপারে তার ফেইস বুক আইডিতে যোগাযোগের চেষ্টা করা হলে আইডি ইনেক্টিভ পাওয়া যায়।
এর মাধ্যমে বৌদ্ধ সম্প্রদায়ের মনে অসন্তোষ বিরাজ করছে
Source
মজার মজার ভিডিও দেখতে নিচে লিংকের ক্লিপ করুণ
https://www.youtube.com/channel/UCDUgcFp1WTEUfSzViR9tozA
Comments
Post a Comment
Thanks for you comment