সানডিয়াগো চিড়িয়াখানার এক কর্মী মারাত্বক আহত অবস্থায় হাসপাতালে শয্যাশায়ী রয়েছে। অভিযোগ পাওয়া গিয়েছে যে, সে চিড়িয়াখানার এ্যকুরিয়ামে সংরক্ষিত একটি বিশালাকার সামুদ্রিক অক্টোপাসের সাথে জোড়পূর্বক যৌন সঙ্গম করার চেষ্টা করেছিল।
২৮ বছর বয়সী চিরিয়াখানার এই কর্মচারীকে অর্ধনগ্নভাবে অচেতন অবস্থায় পড়ে থাকেতে দেখে চিরড়য়াখানার সিকিউরিটি গার্ড দ্রুত এ্যম্বুলেন্স ডাকেন। তারপর হাসপাতালের ডাক্তাররা টানা কয়েক ঘন্টার চেষ্টায় তার পুরুষাঙ্গ ও আশেপাশে লেপটে থাকা অক্টোপাসের জোড়ালো চঞ্চুগুলোকে সরিয়ে নিতে সক্ষম হয়।


তিনি আরও বলেন, ‘আমি জানিনা সে সামুদ্রিক প্রাণীটিকে জড়িয়ে ধরে কি চাই পাশ করতে চেয়েছিল। কিন্তু ডাক্তাররা জানিয়েছে যে, সার্জারীর মাধ্যমে তার পুরুষাঙ্গ স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা সম্ভব।’
যুবকের মা বলেন, ‘আমি জানতাম, সে মেটালিক মিউজিক শোনে আর নানা রকম আজেবাজে জিনিসে অভ্যস্ত। কিন্ত সে যে এতটা খারাপ হতে পারে, আমি তা ভাবতেও পারিনি।’
সানডিয়াগো চিড়িয়াখানার মুখপাত্র জানায়, ঘটনাটি অনেক দু:খজনক ও মর্মান্তিক এবং এধরনের ঘটনা যেন আর ঘটতে না পারে, সে বিষয়ে আমরা তদন্ত সাপেক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছি। – সূত্র: ওয়ার্ল্ড নিউজ ডেইলী রিপোর্ট
মজার মজার ভিডিও দেখতে নিচে লিংকের ক্লিপ করুণ
https://www.youtube.com/channel/UCDUgcFp1WTEUfSzViR9tozA
Comments
Post a Comment
Thanks for you comment