বান্দরবানে হয়রানিমূলক মামলা এবং গ্রেফতার বন্ধের দাবিতে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। শুক্রবার দুপুরে বান্দরবান শহরের মধ্যমপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলে জনসংহতি সমিতি, পাহাড়ি ছাত্র পরিষদ ও যুব সমিতিসহ সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেয়। তবে পুলিশি বাধায় মিছিলটি বেশি দূর যেতে পারেনি। পরে দলীয় কার্যালয়ের সামনের রাস্তায় প্রতিবাদে সমাবেশে বক্তব্য রাখেন জনসংহতি সমিতির জেলা সভাপতি উছোমং মারমা, মহিলা সমিতির সভাপতি ওয়াইচিংপ্র“ মারমা প্রমুখ।
Source অনলাইনে টাকা ইনকাম করতে চাইলে নিচে লিং এর সাইট থেকে রেজিস্ট্রেশ করে ইনকাম করুন https://www.bestchange.com/?p=367744 মজার মজার ভিডিও দেখতে নিচে লিংকের ক্লিপ করুণ https://www.youtube.com/channel/UCDUgcFp1WTEUfSzViR9tozA
Comments
Post a Comment
Thanks for you comment