মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালককে এ নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় প্রশাসনকে কলেজের ওপর নজদারিরও নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাসিমা খানম স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, গত ১৭ আগস্ট নানিয়ারচর কলেজ হলরুমে কলেজ শাখার পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) সভাপতি তুষণ চাকমার সভাপতিত্বে ইউপিডিএফ সমর্থিত সিপিসি কলেজ শাখার নবীনবরণ-২০১৭ এবং পঞ্চম কলেজ শাখা কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানের ব্যানারে স্লোগান ছিল, ‘পূর্ণ স্বায়ত্বশাসন পার্বত্য চট্টগ্রামে একমাত্র রাষ্ট্রীয় সমাধান’। অনুষ্ঠানে নানিয়ারচর সদর ইউপি চেয়ারম্যান জ্যোতিলাল চাকমা ও সাবেক চেয়ারম্যান সুশীল চাকমা অংশ নেন। ওই দলটির মাধ্যমে স্কুল-কলেজ শিক্ষার্থীদের স্কুল চলাকালে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করানো এবং শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরে নিয়মিত অনুষ্ঠানের আয়োজনের অজুহাতে রাষ্ট্রবিরোধী স্লোগান ব্যবহারের মতো আচরণ ভবিষ্যতের জন্য হুমকি।
Source অনলাইনে টাকা ইনকাম করতে চাইলে নিচে লিং এর সাইট থেকে রেজিস্ট্রেশ করে ইনকাম করুন https://www.bestchange.com/?p=367744 মজার মজার ভিডিও দেখতে নিচে লিংকের ক্লিপ করুণ https://www.youtube.com/channel/UCDUgcFp1WTEUfSzViR9tozA
Comments
Post a Comment
Thanks for you comment