চাকমাদের ৬৭ টি জন রাজার তালিকা

Image may contain: 3 people
যে চাঙমারা নিজ জাতের ইতিহাস এখনো ভালো করে জানে না। তাদের সবাইকে একটু কষ্ট করে পড়ার জন্য অনুরোধ রাখলাম।
(কপি পোষ্ট...হোচপাঙঁ আমা হিল চাদিগাং)
চাকমা রাজবংশ:
শাক্য বংশ থেকে চাকমাদের উৎপত্তি হয়েছে। তাই চাকমাদের শাক্য বংশ ও বলা যায়। আরেকটা পরিচয় আছে- সূর্য্য বংশ। এ পর্যন্ত ৬৭ জন চাকমা রাজা/রাণী রাজত্ব করেছেন। তারমধ্যে বর্তমানে বা ৬৭তম রাজা হিসেবে অধিষ্ঠিত আছেন→ রাজা দেবাশীষ রায়। নিচে এই ৬৭ জন রাজা/রাণীর নাম ও তাদের রাজ্যে অভিষেক দেয়া হল।(কয়েকজনের রাজ্যে অভিষেক জানা যায়নি)
১) চাকমা রাজা সূধন্য(শাক্য বংশ)→ ৬০৮ খৃঃ ব্দঃ
২) তৎপুত্র মরুদেব
৩) তৎপুত্র চম্পক কলি(চম্পকনগর স্থাপন ব্রক্ষ্মদেশ)
৪) তৎপুত্র মন্ত্রী সাংকুজ্যা
৫) তৎপুত্র লাঙ্গল ধন
৬) তৎপুত্র ক্ষুদ্র জীৎ
৭) তৎপুত্র সমুদ্র জীৎ
৮) সাংকুজ্যা সেনাপতি জয় জনের পৌত্র সুবল
৯) তৎপুত্র শ্যামল পৌত্র সুবল
১০) তৎপুত্র সৈন্দাসুর
১১) তৎভ্রাতা চন্দাসুর
১২) তৎভ্রাতা সাধেং গিরি রাজা(স্বশরীরে স্বর্গলাভ)
১৩) তৎভ্রাতা ধর্মসুখ
১৪) তৎভ্রাতা সুধন্য
১৫) তৎভ্রাতা চম্পাসুর
১৬) তৎভ্রাতা সুমেশ সুর
১৭) তৎভ্রাতা বিশ্ব সুর→ ৮০০ খৃঃ ব্দঃ
১৮) তৎভ্রাতুষ্পুত্র ভীমঞ্জয়
১৯) তৎপুত্র সাং বুদ্ধা
২০) ভীমঞ্জয়ের সেনাপতি উদয়গিরি
২১) তৎপুত্র বিজয়গিরি(রাজ্যজয়; রাধামন ধনপুদি উপাখ্যান)→ ৮১২ খৃঃ ব্দঃ
২২) তৎভ্রাতা সমরগিরি
২৩) বিজয়গিরির মন্ত্রী সিরত্তমা
২৪) তৎভ্রাতুষ্পুত্র সরলনামা
২৫) তৎপুত্র উলতনামা
২৬) তৎপুত্র জুনু
২৭) তৎপুত্র কমলজনু(কমলচেগে চাকমা)
২৮) তৎপুত্র মনিজগিরি
২৯) তৎপুত্র ভ্রাতা মদনযুগ
৩০) তৎপুত্র জীবনযুগ
৩১) তৎপুত্র রতনগিরি(বুদ্ধংগিরি)
৩২) তৎপুত্র কালা থংজা
৩৩) তৎপুত্র ধর্মগিরি→ ১০৭৫ খৃঃ ব্দঃ
৩৪) তৎপুত্র শ্বেতব্রত চাকমা(অন্যতম রাজা)
৩৫) তৎপুত্র শাকলিয়া→ ১১১৮ খৃঃ ব্দঃ
৩৬) তৎপুত্র বাঙ্গালী সর্দার(চাকমা রাজা)
৩৭) তৎপুত্র মাদালিয়া চাকমা
৩৮) তৎভ্রাতা রামথংজা চাকমা
৩৯) তৎভ্রাতা শের মত্য চাকমা→ ১২০০ খৃঃ ব্দঃ
৪০) তৎভ্রাতা চেইল্যা ধাবেং চাকমা
৪১) সের মত্যা পুত্র অরুণযুগ চাকমা
৪২) তৎপুত্র সূর্য্যজিৎ চাকমা→ ১৩৪৩
৪৩) তৎভ্রাতা শক্রজিৎ চাকমা দেশীয়রাজা
৪৪) তৎভ্রাতা চন্দ্রজিৎ চাকমা দেশীয়রাজা
৪৫) তৎপুত্র মৈসাং চাকমা(শ্রমণ)
৪৬) তৎপুত্র মানেকগিরি→১৪১৮ খৃঃ ব্দঃ
৪৭) তৎপুত্র কদম থংজা চাকমা
৪৮) তৎপুত্র রদংসা চাকমা
৪৯) তৎপুত্র থৈন সুরেশ্বরী চাকমা
৫০) তৎপুত্র জনু চাকমা→ ১৫১৬ খৃঃ ব্দঃ
৫১) তৎদৌহিত্র সাত্তুয়া চাকমা(পাগলা রাজা)
৫২) তৎমন্ত্রী ধাবানা চাকমা
৫৩) তৎপুত্র ধরম্যা চাকমা(মোগল মেয়ের সাথে বিবাহ)→ ১৬৬১ খৃঃ ব্দঃ
৫৪) তৎপুত্র মোগস্প্য চাকমা
৫৫) তৎপুত্র সুবল খাঁ
৫৬) তৎভ্রাতা ফতেখাঁ→ ১৭১৫ খৃঃ ব্দঃ
৫৭) তৎভ্রাতা শেরমস্ত্যা খাঁ(বৃটিশ আমল)→ ১৭৩৭ খৃঃ ব্দঃ
৫৮) তৎভ্রাতা জানবক্স খাঁ→ ১৭৮০ খৃঃ ব্দঃ
৫৯) তৎভ্রাতা টব্বর খাঁ→ ১৮০০ খৃঃ ব্দঃ
৬০) তৎভ্রাতা জব্বর খাঁ→ ১৮০২ খৃঃ ব্দঃ
৬১) তৎপুত্র ধরম বক্স খাঁ→ ১৮১২ খৃঃ ব্দঃ
৬২) তৎস্ত্রী কালিন্দী রাণী(৩ সার্কেল)→ ১৮৪৪ খৃঃ ব্দঃ
৬৩) তৎদৌহিত্র পৌত্র হরিশ্চন্দ্র রাজা
৬৪) তৎপুত্র ভুবন মোহন রায়(মাইনী রির্জাভ খোলা)→ ১৮৯৭ খৃঃ ব্দঃ
৬৫) তৎপুত্র নলীনাক্ষ্য রায়(১৯৪৭ পাক-ভারত জন্ম)→ ১৯৩৫ খৃঃ ব্দঃ
৬৬) তৎপুত্র ত্রিদিব রায়(বাংলা ভাষা আন্দোলন)→ ১৯৫২ খৃঃ ব্দঃ
৬৭) তৎপুত্র দেবাশীষ রায়→ ১৯৭৭ থেকে বর্তমান।
note: (১) প্রাচীন রাজা সুধন্য হতে চাকমা শাক্য বংশ উৎপত্তি লাভ করে।
(২) ক্রমিক নং ১২ সাধেং গিরি রাজা স্বশরীরে স্বর্গলাভ করেন।
(৩) বিজয়গিরি রাজার আমলে রাধামন ও ধনপুদি কর্তৃক রাজ্য জয়।
(৪) জনৈক চাকমা রাজা অরিন্দম দানবীর বিশ্বন্তরের মত দানাদি পূণ্য কার্য করেছেন।
(৫) চাকমা রাজা সাত্তুয়া বা পাগলা রাজা, গুণের দ্বারা তার দেহের ভিতরকার নাড়ী-ভুঁড়ি গোপনে বাহির করে ধৌত করতেন।
(৬) রাজা ধরম্যা চাকমা মোগল মেয়ে বিবাহ করেন তখন হতে চাকমাদের নামে খাঁ যুক্ত হয়।
(৭) রাণী কালিন্দীর আমলে ব্রিটিশ মুখ দর্শন না করার ফলে এক রাজ্য তিন সার্কেলে বিভক্ত হয়।
(৮) ১৮৯৭ খৃষ্টাব্দে রাজা ভুবন মোহন রায়ের আমলে মাইনী রির্জাভ খোলা হয়।
(৯) ১৯৪৭ খৃষ্টাব্দে নলীনাক্ষ্য রায়ের আমলে পাক-ভারত জন্ম হয়।
(১০) ১৯৫২ খৃষ্টাব্দে চাকমা রাজা ত্রিদিব রায়ের আমলে বাংলা ভাষা আন্দোলন হয়।
(১১) ১৯৭৭ সালে শেষ বা বর্তমান রাজা দেবাশীষ রায়ের রাজ্যাভিষেক হয়।
ছবি: বর্তমান চাকমা রাজা ব্যারিষ্টার দেবাশীষ রয় (ডানে) ও রাজকুমার ত্রিভূবন আর্য্যদেব রয়।
Chakma Nation
Source মজার মজার ভিডিও দেখতে নিচে লিংকের ক্লিপ করুণ https://www.youtube.com/channel/UCDUgcFp1WTEUfSzViR9tozA

Comments