একটার অধিক বিয়ে করলে জুম্মদের সমাজে কতো ধরনের হুমকি,ধমক,বিচার,জরিমানা,শারিরীক নির্যাতন করা হয়।
সেটেলারগন যখন জুম্ম মেয়ে নিয়ে পালিয়ে যায় তখন তথাকথিত হেডম্যান, কার্বারী,যুব সমাজ , আঞ্চলিক রাজনৈতিক দল কোথায় লুকিয়ে থাকে..?????
তথাকথিত সামাজিক আইন, প্রথাগত আইন, হুমকি, অপহরন,শারিরীক দন্ড, আর্থিক দন্ড কোথায় যায়....????
কোর্ট মেরিজ নাটিং মেরিজ - সাজিয়ে কতো তাল বাহানা, আইন খুঁজে...!! সেটেলারদের বেলায় কেনো এত দুর্বল...???? তাদের কোর্ট মেরিজ, আইন তখন কেউ একটা ফুলের টোকা ও মারতে সাহস করেনা। এত আইন জুম্মদের বেলায় কেনো...???
জুম্মরা কোনো মেয়ের সাথে শারিরীক সম্পর্ক করলে সব দোষ হয়। কতো নির্লজ্জ - বেহায়া কথা বিচারের নামে জেরা করা হয়! এ কেমন প্রথাগত আইনের সভ্যতা...???
জানি। উত্তর দিতে পারবেন না। শুধু নির্লজ্জের মতো লেখকের উপর হস্তক্ষেপ করার ক্ষমতা রাখে। ধিক্কার তোমার তথাকথিত আইন, বিচার, প্রথাগত বিচার..????
ছবি- জনৈক সেটেলার এর সাথে জনৈক জুম্ম মেয়ের অসামাজিক ভাইরাল ভিডিও স্ক্রীন শর্ট।
Comments
Post a Comment
Thanks for you comment