ইউপিডিএফ’র খাগড়াছড়ি জেলা সাংগঠনিক সম্পাদক সন্ত্রাসীদের গুলিতে নিহত

ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) এর খাগড়াছড়ি জেলা সাংগঠনিক সম্পাদক মিঠুন চাকমা সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছে।
আজ ৩ জানুয়ারি কোর্টে হাজিরা শেষে সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে গেলে একদল সশস্ত্র সন্ত্রাসীরা তাকে অপহরণ করে নিয়ে যায়। পথইমধ্যে স্লুইচ গেইট এলাকায় নিয়ে সন্ত্রাসীরা তার পেটে ও মাথায় গুলি করে ফেলে রেখে যায়।
সেখান থেকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।  বিস্তারিত আসছে—–
Source মজার মজার ভিডিও দেখতে নিচে লিংকের ক্লিক করুণ https://www.youtube.com/dashboard?o=U https://www.youtube.com/channel/UCDUgcFp1WTEUfSzViR9tozA

Comments

  1. Thank you for the important news. Really this is very bad for hill people. Congratulations from www.blogvital.com

    ReplyDelete

Post a Comment

Thanks for you comment