গান ভালো না লাগলে আপনার মস্তিষ্কে সমস্যা আছে!

গান ভালো না লাগলে আপনার মস্তিষ্কে সমস্যা আছে!
বিজ্ঞান বলছে, যারা গান আদৌ পছন্দ করেন না তাদের মস্তিষ্কের দুটি অঞ্চল শব্দ প্রক্রিয়াজাতকরন এবং প্রতিদান প্রদান এই দুটি অঞ্চলের সংযোগ সমস্যা আছে। 
গবেষণায় দেখা গেছে, যারা সঙ্গীত উপভোগ করেন না তারা মস্তিষ্কের বিশেষ ধরনের রোগে আক্রান্ত।
এই রোগের ফলে মস্তিষ্কের শব্দ প্রক্রিয়াজাতকরনকারী অঞ্চল কর্টিক্যাল অঞ্চলের সঙ্গে প্রতিদান প্রদানকারী অঞ্চল সাবকর্টিক্যাল অঞ্চলের কার্মিক সংযোগে ঘাটতি থাকে। 
সঙ্গীতের আনন্দ উপভোগ করার এই অক্ষমতায় আক্রান্ত হন বিশ্বের ৩-৫% মানুষ। 
কানাডার কুইবেকের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নেতৃত্বে পরিচালিত গবেষণায় এই রোগটির এসব বিষয় উদঘাটিত হয়। 
গবেষণায় দেখা গেছে, যারা সঙ্গীতের আনন্দ উপভোগে অক্ষম তাদের মস্তিষ্কের উল্লিখিত দুই অঞ্চলের মধ্যে সংযোগে ঘাটতি থেকে যাচ্ছে। 
বিপরীতে যারা সঙ্গীতের প্রতি উচ্চমাত্রায় সংবেদনশীল তাদের ওই দুই অঞ্চলের সংযোগ জোরালো হচ্ছে। 
এই গবেষণার ফলে ব্যক্তিভেদে মস্তিষ্কের প্রতিদান প্রদান পদ্ধতি কীভাবে কাজ করে তা আরো সহজে বুঝা যাবে। এছাড়া এটি ব্যবহার করে মস্তিষ্কের প্রতিদান-সংশ্লিষ্ট রোগগুলোর চিকিৎসা পদ্ধতিও আবিষ্কার সম্ভব হবে। এই রোগগুলোর মধ্যে রয়েছে ঔদাসীন্য, অবসাদ এবং আসক্তি। এমনটাই আশা প্রকাশ করেছেন ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের স্নায়ুবিজ্ঞানী রবার্ট জাটোরে। 
প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্স জার্নালে গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়। 
সূত্র: হিন্দুস্তান টাইমস


mongsai79@gmail.com

Comments